-->

অক্সিজেন

2.2 বিভিন্ন প্রকার গতি (Different Types of Motion )

জ্ঞানমূলক প্রশ্ন

১। সরলরৈখিক গতি কাকে বলে?

উত্তর: কোন বস্তু চলার পথে দিক পরিবর্তন করতেও পারে আবার নাও করতে পারে। বস্তু চলার পথে দিক পরিবর্তন না করলে সেই গতিকে বলে সরল রৈখিক গতি।

উত্তর: যে চলন গতি সরলরৈখিক পথে ঘটে তাকে সরল রৈখিক গতি বলে


২৷ ঘূর্ণন গতি কাকে বলে?

উত্তর: কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে।


৩৷ চলন গতি কাকে বলে?

উত্তর: কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে চলন গতি বলে। 


৪৷ পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

উত্তর: কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে।


৫৷ সরল স্পন্দন গতি কাকে বলে?

উত্তর: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোন বস্তুর গতি যদি সরলরৈখিক হয় এবং এর দিক যদি সাম্যাবস্থান এর অভিমুখী হয় তবে সেই গতিকে সরল স্পন্দন গতি বলে।


2.3 স্কেলার ও ভেক্টর রাশি (Scalars and vectors )

জ্ঞানমূলক প্রশ্ন

১৷ রাশি কাকে বলে?

উত্তর: এই ভৌত জগতে যা কিছু পরিমাপ (countable) যোগ্য অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।


২৷ মৌলিক রাশি কাকে বলে?

উত্তর: যে সকল রাশি স্বাধীন অর্থাৎ যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।


৩৷ লব্ধি বা যৌগিক রাশি কাকে বলে?

উত্তর: যে সব রাশি স্বাধীন না অর্থাৎ যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে এবং এদের বিশ্লেষন করলে মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধি রাশি বলে।


৪৷ ভেক্টর রাশি কাকে বলে?

উত্তর: যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। 



৫৷ স্কেলার রাশি কাকে বলে?

উত্তর: যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয়না তাদেরকে স্কেলার রাশি বলে। 



2.4 দূরত্ব ও সরণ (Distance and Displacement )

জ্ঞানমূলক প্রশ্ন

১৷ দূরত্ব কাকে বলে?

উত্তর: কোনো বস্তুকণা যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে ।

উত্তর: সময়ের সঙ্গে একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।

উত্তর: কোন গতিশীল বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে যে অবস্থানের পরিবর্তন হয় তাকে দূরত্ব বলে।


২৷ সরণ কাকে বলে?

উত্তর: কোন বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরিত হলে,প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবধি ভেক্টরকে সরণ বলে।

উত্তর: নির্দিষ্ট দিকে বস্তুর পরিপাশ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।



১৷ দ্রুতি কাকে বলে?

উত্তর: কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সাধারণভাবে তাকে দ্রুতি (speed) বলে।


See Also :