Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

সারাংশ: যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই

যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকেই সাজে। যে লোক জীবনের সঙ্গে সুখকে, বিলাসকে দুই হাতে আঁকড়াইয়া থাকে।

যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই ।

সারাংশ: যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই

প্রদত্ত অনুচ্ছেদ:

যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকেই সাজে। যে লোক জীবনের সঙ্গে সুখকে, বিলাসকে দুই হাতে আঁকড়াইয়া থাকে, সুখ তাহার সেই ঘৃণিত ক্রীতাদাসের কাছে নিজের সমস্ত ভান্ডার খুলিয়া দেয় না। তাহাতে উচ্ছিষ্টমাত্র দিয়া দ্বারে ফেলিয়া রাখে। আর মৃত্যুর আহ্বান মাত্র যাহারা তুড়ি মারিয়া চলিয়া যায়, চির-অদৃত সুখের দিকে একবার পিছন ফিরিয়া তাকায় না, সুখ তাহাদিগকে চায়। সুখ তাহারাই জানে। যাহারা সবলে ত্যাগ করিতে পারে, তাহারাই প্রবলভাবে ভোগ করিতে পারে।

উক্ত অনুচ্ছেদর পরিপেক্ষিতে ৪টি সারাংশ দেওয়া হল:
সারাংশ লিখন→ ১

জীবনে সকল বাধা-বিপত্তি অতিক্রম ও মৃত্যুভয়মুক্ত হওয়ার মধ্যে যে সুখ ও তৃপ্তি রয়েছে তা বিলাসিতার মধ্যে নেই। মানসিক প্রশান্তিই প্রকৃত সুখ যা ভোগে নয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আত্মতৃপ্ত হওয়ার মাধ্যমে অর্জন করতে হয়।

সারাংশ লিখন→ ২

জীবনে সকল বাধা-বিপত্তি অতিক্রম ও মৃত্যুভয়মুক্ত হওয়ার মধ্যে যে সুখ ও তৃপ্তি রয়েছে তা বিলাসিতার মধ্যে নেই। মানসিক প্রশান্তিই প্রকৃত সুখ যা ভোগে নয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আত্মতৃপ্ত হওয়ার মাধ্যমে অর্জন করতে হয়।

সারাংশ লিখন→ ৩

সুখ এবং ভোগ সর্বদা সাহসী, লড়াকু এবং মৃত্যুঞ্জয়ী মানুষের অধীনতা স্বীকার করে চলে এবং এরা কখনোই ভোগ- সুখের অনুগামী হয় না। অপরদিকে ভীরু এবং কাপুরুষ ব্যক্তি ভোগ-সুখের পেছনে নিজের সর্বস্ব সমর্পণ করে দেয়। কিন্তু প্রকৃত সুখের দেখা পায় না। সুখের সামান্য পরিত্যাক্ত অংশ লাভ করে এরা তার আজ্ঞাবহ হয়ে থাকে। প্রকৃত পক্ষে ত্যাগের ক্ষমতা যার যত বেশি ভোগ-সুখের অধিকার তার ততোধিক ।

সারাংশ লিখন→ ৪

আমদের ত্যাগ করতে হবে, যে মানুষ ত্যাগ করতে জানে ভোগের অধিকার কেবল তারই। দুঃখ ছাড়া কখনোই সুখ লাভ করা যায় না। আবার সুখকে যারা আগলে রাখতে চায় সুখ তাদের বহিত করে। ত্যাগ ও সুঃখ-কষ্টের মধ্য দিয়েই সুখকে অর্জন করতে হয়। যে মরিতে জানে সুখ তাহার অধিকার।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরুক্ত প্রদত্ত অনুচ্ছেদের পরিপেক্ষিতে যে ৪টি সারাংশ দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের পছন্দমত যেকোন একটি মুখস্থ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain