Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

অনুচ্ছেদ: একুশে বইমেলা | একুশে গ্রন্থমেলা | ekushey boi mela

একুশে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়।

একুশে বইমেলা

একুশে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আয়োজন হলো মহান একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে এ মেলা চলে। বইমেলা উপলক্ষে বই বিক্রেতা ও প্রকাশকরা নানা সাজে বইয়ের স্টল বা দোকান সাজিয়ে বসেন । এখানে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার ঘটে। বইমেলা উপলক্ষে প্রচুর নতুন বই মেলায় আসে। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইও পাওয়া যায় এখানে। প্রতিদিন বইয়ের আকর্ষণে বই প্রেমিক মানুষেরা মেলা প্রাঙ্গণে ছুটে আসে। সাধারণ মানুষের পাশাপাশি লেখক, ভাষাবিদ ও বরেণ্য ব্যক্তিত্বরা বইমেলায় আসেন। লেখক ও পাঠকদের মিলনমেলায় রূপ নেয় এই মেলা। এটি বাংলা একাডেমির একটি মহৎ উদ্যোগ। এ বইমেলার ফলে পাঠকরা এক জায়গা থেকে তাদের পছন্দের বই কিনতে পারে। এছাড়া বই কেনার প্রতি সাধারণ মানুষের আগ্রহও তৈরি হয়। একুশের বইমেলা আমাদের সাহিত্য-সংস্কৃতিবোধ জাগ্রত করে। এ বইমেলা এখন আমাদের জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত।

ভিডিও দেখুন

একুশের গ্রন্থমেলা

বাঙালির জীবনে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ খুবই তাৎপর্য ও গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। এদিনের ইতিহাস আমাদের চেতনার সংগ্রামী ইতিহাস। এ সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আয়োজন হল মহান একুশে বই মেলা। একুশে ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা একাডেমী প্রতিবছর ফেব্রুয়ারি মাসে একুশের বই মেলার আয়োজন করে থাকে। বাংলা একাডেমী প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাস জুড়ে এ মেলা চলে। বই মেলা উপলক্ষে বইবিক্রেতারা তাদের প্রকাশ করা নানা সাজে বইয়ের স্টল বা দোকান সাজিয়ে বসে। এখানে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার ঘটে। বইমেলা উপলক্ষে প্রচুর নতুন বই মেলায় আসে। বিভিন্ন ধরনের মানুষের ঢল নামে। সাধারণ মানুষের পাশাপাশি লেখক, ভাষাবিদ ও বরেণ্য সব ব্যক্তিত্বরা বইমেলায় আসে। লেখক ও পাঠকদের অন্যরকম এক মিলনমেলা তৈরি হয় এ বই মেলায়। এটি বাংলা ভাষা- ভাষী লোকদের জন্য একটি মহৎ উদ্যোগ ও মহাআয়োজন। এ বই মেলার ফলে পাঠকরা এক জায়গা থেকে তাদের পছন্দের বই পত্র কিনতে পারে। এছাড়া বই কেনার প্রতি সাধারণ মানুষের আগ্রহও তৈরি হয়। এ কারণে এই ধরনের বইমেলার আক্রমন ব্যাপক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একুশের বইমেলা আমাদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিবোধ জাগ্রত করে। এ বইমেলা এখন আমাদের চিতনার সাথে সম্পৃক্ত। ঢাকার বাইরে প্রতিবছর বইমেলার আয়োজন করে বই মেলা ও বইয়ের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি করা যেতে পারে।

ভিডিও দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain