Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশের ফুটবল রচনা ২০ পয়েন্ট

ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা । কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে গঞ্জে , শহরে সর্বত্র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবল রচনা

ভূমিকা :

ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা । কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে গঞ্জে , শহরে সর্বত্র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো । এর প্রতি মানুষের আগ্রহের মাত্রা বোঝা যায় বিশ্বকাপ ফুটবল শুরু হলে । তখন দেশের বিভিন্ন জায়গায় চূড়ান্ত পর্বে উন্নীত দেশগুলোর পতাকা উড়তে দেখা যায় । অনেকের গায়ে দেখা যায় পছন্দের দলের জার্সি । ফুটবলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা ক্রমে এই খেলার প্রতি তাদের আগ্রহ আরো বাড়িয়ে তুলছে ।

আধুনিক ফুটবলের ইতিহাস :

প্রতি দলে এগারো জন করে দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলতে হয় । একটি বায়ুপূর্ণ চামড়ার বলকে হাত ও বাহু ছাড়া শরীরের যে কোনো অংশ দিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের মধ্যে প্রবেশ করাতে হয় । পৃথিবীতে ফুটবল ধরনের বেশ কয়েকটি খেলা প্রচলিত আছে । যেমন , রাগবি অনেকটা ফুটবল খেলার মতো । তবে এখন ফুটবলের যে রূপটি দেখা যায় , তা ১৮৬৩ সালে প্রবর্তিত । মূলত এ সময়ে ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় এবং তারা ফুটবল খেলার কতগুলো নিয়ম জারি করে । এই নতুন নিয়মের ফুটবল খেলা দ্রুত অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে । এজন্য ইংল্যান্ডকে আধুনিক ফুটবলের জনক বলা হয় । ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত হওয়ায় ফুটবলের আরেক নাম ‘ এসোসিয়েশন ফুটবল ' । আমেরিকায় একে বলা হয় ‘ সসার ’ বা ‘ সকার ' । এটিকে এসোসিয়েশন শব্দের বিকৃত রূপ বলে মনে করা হয় । রাগবি ফুটবল কেবল রাগবি নামে অধিক পরিচত হওয়ায় এসোসিয়েশন ফুটবল শুধু ' ফুটবল ' নামে জনপ্রিয়তা লাভ করে । বাংলাদেশে ফুটবল বলতে এসোসিয়েশন ফুটবলকেই বোঝায় । ফুটবল বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে উনিশ শতকের গোড়ার দিকে । ১৯০৪ খ্রিস্টাব্দের ২১ শে মে প্যারিসে গঠিত হয় ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন ( ফিফা ) । সংস্থাটি প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে ১৯৩০ খ্রিস্টাব্দে । প্রথম বিশ্বকাপ আসরে শিরোপা অর্জন করে উরুগুয়ে । বর্তমানে ফিফার সদস্য সংখ্যা ২১১ ।

বাংলাদেশে ফুটবলের যাত্রা :

ভারতীয় উপমহাদেশে ফুটবলের আগমন হয় ব্রিটিশদের হাত ধরে । ইংরেজ বণিক , খেলোয়াড় ও সৈনিকরা ফুটবল খেলত । মূলত তাদের মাধ্যমেই উপমহাদেশে ফুটবল খেলা জনপ্রিয়তা পায় । বাংলাদেশে উনিশ শতকের শেষভাগ থেকে ফুটবল জনপ্রিয় হতে থাকে । ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৪৮ সাল থেকে সমগ্র পাকিস্তানে ফুটবলের মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় ' ঢাকা লিগ ' । ১৯৭১ সালের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব , ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব , মোহামেডান স্পোর্টিং ক্লাব , ওয়ারি ক্লাব , আবাহনী ক্রীড়াচক্র , শেখ রাসেল ক্রীড়াচক্র প্রভৃতি ক্লাব বাংলাদেশে লিগ খেলাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় । ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশে ফুটবল একটি নতুন মাত্রায় আবির্ভূত হয় । মুক্তিযুদ্ধের ব্যাপারে বিশ্বকে অবগত করতে তখন গঠিত হয়েছিল ' স্বাধীন বাংলা ফুটবল দল । তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মোট ১৬ টি ম্যাচ খেলেছিল । বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হওয়ার পরপরই ১৯৭২ সালে ঢাকায় ফুটবল লিগ শুরু করে । ১৯৭৩ সাল থেকে শুরু হয় জাতীয় ফুটবল । এক বছর পর থেকেই অর্থাৎ ১৯৭৪ সাল থেকে যুব ফুটবল যাত্রা শুরু করে । ফেডারেশন কাপ শুরু হয় ১৯৮০ সাল থেকে । বর্তমানে বাংলাদেশে নিম্নোক্ত ঘরোয়া টুর্নামেন্টগুলো চালু রয়েছে :

  • বাংলাদেশ প্রিমিয়ার লীগ : এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে ) কর্তৃক আয়োজিত একটি টুর্নামেন্ট । বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হয় ২০০৭ সালে।
  • বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লীগ : এটি বাংলাদেশের দ্বিতীয় শ্রেণির ফুটবল লিগ । ২০১২ সালে এটি যাত্রা করে।
  • ফেডারেশন কাপ : এটি বাংলাদেশের প্রিমিয়ার নকআউট প্রতিযোগিতা । ১৯৮০ সাল থেকে এটি আয়োজিত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন :

বাংলাদেশে জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন , খেলোয়াড়দের প্রশিক্ষণ ও পরিচর্যা , জাতীয় দল গঠন ও নিয়ন্ত্রণ তথা ফুটবলের যাবতীয় উন্নয়নে কাজ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে ) । এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে । বাফুফে বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলকে তত্ত্বাবধান করে ।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবল :

বাফুফে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৭৪ সালে এএফসি ( এশিয়ান ফুটবল কনফেডারেশন ) , ১৯৭৬ সালে ফিফা ( ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন ) ও ১৯৯৭ সালে সাফ ( সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ) বাংলাদেশকে সদস্য করে । বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৯৭৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে থাইল্যান্ডের বিপক্ষে । ১৯৮০ সালে ‘ এএফসি এশিয়া কাপ ’ টুর্নামেন্টে এবং ১৯৮৬ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয় । ফুটবলে বাংলাদেশের গৌরবময় অধ্যায়ের সূচনা হয় ২০০৩ সালে । ওই বছরই বাংলাদেশ প্রথম সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় । এছাড়া ২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ডকাপ - এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ।

বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশ মহিলা ফুটবল কমিটি । বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য । ২০১০ সালের ২৯ শে জানুয়ারি দলটি সাউথ এশিয়ান ফেডারেশন গেমস - এ নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে । বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ২০১০ সালের সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে কক্সবাজারে ভুটানের বিপক্ষে ৯-০ ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করে । সম্প্রতি বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে । এক্ষেত্রে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা বড়ো ভূমিকা রাখছে । তাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে বাংলাদেশের সব অঞ্চলের মেয়েরা ।

ফুটবল খেলার মাঠ :

স্থানীয় মাঠ ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি উন্নত মানের ফুটবল মাঠ রয়েছে । এগুলোর মধ্যে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম , চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম , সিলেট জেলা স্টেডিয়াম , যশোরের শামসুল হুদা স্টেডিয়াম , রাজশাহী জেলা স্টেডিয়াম , শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম , গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম , ফেনীর শহীদ সালাম স্টেডিয়াম , ময়মনসিংহ জেলার ময়মনসিংহ স্টেডিয়াম উল্লেখযোগ্য ।

উপসংহার :

ফুটবল বিশ্বের জনপ্রিয়তম খেলা । বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ফুটবলের জনপ্রিয়তা কম নয় । তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসতে পারেনি । এক সময়ে ঘরোয়া ফুটবল সারা বাংলাদেশে যে উচ্ছ্বাস সৃষ্টি করতে পারতো , তাও এখন আবেদন হারিয়েছে । বয়সভিত্তিক ফুটবল দলগুলো মাঝে মাঝে যে সাফল্য দেখাচ্ছে , তা আবার হারিয়ে যাচ্ছে । ফুটবলে গৌরব ফিরিয়ে আনতে দরকার কার্যকর নীতিমালা , উপযুক্ত প্রশিক্ষণ ও পরিচর্যা । বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়ও সম্ভাবনাময় খেলোয়াড়ের সন্ধান অব্যাহত রাখা উচিত ।

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain