কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা
‘ এসেছে নতুন শিশু , তাকে ছেড়ে দিতে হবে স্থান - কবির এ বাণী চিরন্তন । নতুনদের আহ্বান করতে পুরানোদের স্থান ছেড়ে দিতে হবে , এটাই যেন চিরন্তন রীতি । তাই তো রাজশাহী কলেজে প্রতিবছরের মতো এবারও নতুনদের আহ্বান জানাতে গতকাল আয়োজিত হয়েছিল নবীনবরণ অনুষ্ঠান । অনুষ্ঠান শুরু করার যে নির্দিষ্ট সময় ছিল , তার অনেক আগেই নবীনরা কলেজে উপস্থিত হয়েছিল । নবীনদের আগমন উপলক্ষ্য করে কলেজ প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল । পূর্বনির্ধারিত সময়ানুযায়ী অনুষ্ঠান শুরু হয়েছিল । কলেজের অধ্যক্ষ মঞ্চে আসার পরপরই কোরআন থেকে তেলাওয়াত এবং গীতার শ্লোক পাঠ করা হয়েছিল । তারপর পুষ্পবৃষ্টির মাধ্যমে নবীনদের বরণ করে নেন অগ্রজরা । নবীনদের উদ্দেশে দ্বাদশ শ্রেণির একজন ছাত্রী মানপত্র পাঠ করে । তারপর সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বড় ভাই ও আপুরা । এসময় নবীন শিক্ষার্থীরা আসনে বসে সুশৃঙ্খলভাবে তাদের বক্তব্য শুনছিল । এরপর শিক্ষকবৃন্দ বক্তব্য দিলেন । তাদের চমৎকার উপস্থাপন ও বাচনভঙ্গি নবীনদের মুগ্ধ করেছিল । অধ্যক্ষ মহোদয় আরও আন্তরিক ও বন্ধুত্বসুলভ বক্তব্যের মাধ্যমে নতুনদের গ্রহণ করে নিলেন । নবীনদের পক্ষ থেকে দুই - তিনজন বক্তব্য দিয়ে এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য প্রবীণ বড় ভাই - আপুদের এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করল । এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । কলেজের জ্যেষ্ঠ শিক্ষার্থী এবং শিক্ষক - শিক্ষিকা কবিতা আবৃত্তি , সংগীত ও কৌতুক পরিবেশন ও অভিজ্ঞতার কথা বললেন । নবীন শিক্ষার্থীরা সবাই আনন্দঘন সময় পার করছিল তখন । একসময় নবীনবরণ অনুষ্ঠান শেষ হলো । শিক্ষক - শিক্ষিকার আন্তরিক ব্যবহার নবীনদের মাঝে উৎসাহ জাগিয়েছে নবীনরা একটি উষ্ণ আমন্ত্রণ পেয়ে উল্লসিত চিত্তেই কলেজ জীবন শুরু করল ।