Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো

কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো। গত নভেম্বর মাসে ছিল আমাদের কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী।

কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী

তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো

গত নভেম্বর মাসে ছিল আমাদের কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী । সেদিন নানারকম বর্ণিল সাজে কলেজকে সাজিয়ে তোলা হয়েছিল । সজ্জিত কলেজ প্রাঙ্গণ দেখে নিজের পরিচিত পরিবেশকেও যেন অচেনা লাগছিল । শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কলেজের বিগত বছরের যত ছাত্র - ছাত্রী ছিলেন , তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল ।

তাদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এ অনুষ্ঠানে । নতুন - পুরানো সব শিক্ষার্থী কলেজ মাঠের বিশাল পরিসরে জমায়েত হয়েছিলেন । কলেজের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র - শিক্ষক , মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন । সেখানে ছিল না নিয়মের কোনো বাধ্যবাধকতা । সম্মানিত অতিথি হিসেবে সেদিন কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহোদয়।

আলোচনা সভার পর কলেজের শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেক বছরের সেরা ছাত্র - ছাত্রীর নাম তালিকা থেকে পড়ে শোনানো হয় । সেই তালিকায় নিজের নাম শুনে বিস্মিত হই । নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না । যাই হোক , সেরা ছাত্রদের হাতে ট্রফি তুলে দেন মাননীয় শিক্ষামন্ত্রী । কলেজ প্রতিষ্ঠার প্রথম দিকের অনেক সেরা ছাত্রই বেঁচে না থাকায় তাঁদের হয়ে ট্রফি নেন তাঁদের কাছের মানুষেরা । মন্ত্রীর হাত থেকে সেরা ছাত্রের ট্রফি নেওয়ার ঘটনাটা আমার জীবনে ছিল দারুণ গৌরবদীপ্ত । এই স্মরণীয় দিনটি হয়তো কোনোদিন ভুলতে পারব না ।

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain