কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী
গত নভেম্বর মাসে ছিল আমাদের কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী । সেদিন নানারকম বর্ণিল সাজে কলেজকে সাজিয়ে তোলা হয়েছিল । সজ্জিত কলেজ প্রাঙ্গণ দেখে নিজের পরিচিত পরিবেশকেও যেন অচেনা লাগছিল । শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কলেজের বিগত বছরের যত ছাত্র - ছাত্রী ছিলেন , তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল ।
তাদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এ অনুষ্ঠানে । নতুন - পুরানো সব শিক্ষার্থী কলেজ মাঠের বিশাল পরিসরে জমায়েত হয়েছিলেন । কলেজের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র - শিক্ষক , মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন । সেখানে ছিল না নিয়মের কোনো বাধ্যবাধকতা । সম্মানিত অতিথি হিসেবে সেদিন কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহোদয়।
আলোচনা সভার পর কলেজের শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেক বছরের সেরা ছাত্র - ছাত্রীর নাম তালিকা থেকে পড়ে শোনানো হয় । সেই তালিকায় নিজের নাম শুনে বিস্মিত হই । নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না । যাই হোক , সেরা ছাত্রদের হাতে ট্রফি তুলে দেন মাননীয় শিক্ষামন্ত্রী । কলেজ প্রতিষ্ঠার প্রথম দিকের অনেক সেরা ছাত্রই বেঁচে না থাকায় তাঁদের হয়ে ট্রফি নেন তাঁদের কাছের মানুষেরা । মন্ত্রীর হাত থেকে সেরা ছাত্রের ট্রফি নেওয়ার ঘটনাটা আমার জীবনে ছিল দারুণ গৌরবদীপ্ত । এই স্মরণীয় দিনটি হয়তো কোনোদিন ভুলতে পারব না ।