অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা
আমার কাছে অগ্নিকাণ্ড একটি আতঙ্কের নাম । কেননা , আমি একবার অগ্নিকাণ্ড নিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম । তখন আমি নবম শ্রেণিতে পড়ি । প্রতিদিনের মতো সেদিনও আমি সকাল সকাল স্কুলে গিয়েছি । চৈত্রের দুপুরে রোদের তীব্র তেজ সবকিছু যেন ঝলসে দিচ্ছে । শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছে মাটি থেকে জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে । আমাদের স্কুলের পাশেই একটি ছোট্ট বাজার ছিল । তাই প্রয়োজনীয় বই - খাতা - কলম স্কুলে যাওয়া - আসার পথে ওই বাজার থেকেই কিনতাম । বাজার ছোট হলেও জীবনযাত্রার যাবতীয় জিনিস ওই বাজারে পাওয়া যেত । ভরদুপুরে আমাদের ইতিহাস ক্লাস চলছিল ।
হঠাৎ বাজার থেকে আগুন আগুন চিৎকার কানে এলো । ক্লাস থেকে সবাই দৌড়ে বাজারের দিকে গেলাম । গিয়ে দেখি বাজারের একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে । সবাই যে যার মতো পানি এনে দিতে লাগলাম । ততক্ষণে স্কুলের অন্যরাও সেখানে হাজির হয়েছে । ভরদুপুর হওয়ায় আগুনের তাপে কাছে যাওয়া মুশকিল হয়ে পড়ে । সবাই দূর থেকেই পানি ছিটাতে লাগলাম । কিন্তু আগুন যেন ক্রমে বেড়েই চলেছে । আচমকা দেখলাম পাশের দোকানেও আগুনের শিখা । মুহূর্তেই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল । যে যেভাবে পারে আগুন নেভানোর চেষ্টা করছে । ওই আগুন যদি পুরো বাজারে ছড়িয়ে পড়ে , তাহলে কী ভয়াবহ অবস্থা হবে তা ভেবে শিউরে উঠলাম ।
প্রাণপণে আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছি । এমন সময় ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শুনতে পেলাম । কেউ হয়তো ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিয়েছিল আগুন লাগার পর । ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করলেন । প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো । কিন্তু ততক্ষণে দুটি দোকানের আর কিছুই অবশিষ্ট নেই । সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে । পরে জেনেছিলাম বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেদিন বাজারে আগুন লেগেছিল। সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলতে পারব না।