সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।
মূলভাব : আশা মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন । আশাহীন জীবন নিষ্ফল বলেই বিবেচিত হয়।
সম্প্রসারিত ভাব : এই পৃথিবীতে সকলেই একটি সুখী জীবনের প্রত্যাশা করে । আর এজন্যে মানুষের প্রাণান্তকর প্রয়াস চিরদিনের । একই সাথে সব সময় মানুষ দুঃখকে এড়িয়ে চলতে চায় । অথচ সুখ ও দুঃখ যেন মুদ্রার এপিঠ - ওপিঠ । তরঙ্গহীন সাগর যেমন অকল্পনীয় তেমনি দুঃখ ব্যতীত জীবনও কল্পনা করা যায় না । সুখের আবেশ কাটতে না কাটতেই মানবজীবনে দুঃখের ঝাপটা লাগে । সাগরের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই নাবিককে পাড়ি জমাতে হয় সুদূরপানে । তেমনি পৃথিবীর দুঃখাবহে মুখ থুবড়ে পড়ে থাকলে চলে না । আশাভঙ্গের গ্লানি আর দুঃখকে জয় করে আশান্বিত জীবনের ভিত রচনা করতে হয় । প্রকৃতপক্ষে আশাই জীবন । আশাহীন জীবনের সম্ভাবনার পথগুলো দ্রুত বুদ্ধ হয়ে আসে । মানুষকে মনে রাখতে হয় সকল আশাই পূরণ হয় না । চাওয়া - পাওয়ার ব্যবধান স্বীকার করেই জীবনপথে অগ্রগামী হতে হয় । তাকে মেনে নিতে হয় “ Life is not a bed of roses . ” । শত দুঃখ , শত হতাশা আর না পাওয়ার অসীম যাতনা সত্ত্বেও সংসার সাগর তরঙ্গে আশার ভেলায় চড়ে সাফল্য সৈকতে পাড়ি দিতে হয় । নবজীবনের উদ্দীপনা মানুষকে নিরন্তর অগ্রগামী করে । মানুষ বর্তমানের দুঃখকে ভবিষ্যতের সুখস্বপ্নে অবলীলায় দূরে ফেলে দিতে পারে । অর্থাৎ ভবিষ্যতের আশাই মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন ।
মন্তব্য : শত দুঃখ কষ্টের মাঝেও আশায় বুক বেঁধে মানুষ বেঁচে থাকে । ভবিষ্যতের আশাই মানুষকে বর্তমানের দুঃখ গ্লানির মাঝে বেঁচে থাকতে অনুপ্রেরণা জোগায় ।