Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

পত্র লিখন: কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখো | JSC, SSC, HSC

তোমার কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপনের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো ।

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন


আলোচ্য বিষয়:

👉🏻তোমার কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপনের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো ।

👉🏻তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখো ।



২৫/০২/২০২২

প্রিয় জিহাদ ,

অনেকদিন পর তোমাকে পত্র লিখছি । হয়ত তুমি ভেবেছ , আমি তোমাকে ভুলে গেছি । আসলে কিন্তু তা নয় । স্কুল/কলেজ এর সাংস্কৃতিক সপ্তাহ উদযাপনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম । সেজন্যেই ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে লেখা হয়ে ওঠে নি । থাক সেসব কথা । তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবার আমাদের কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপনের একটি নাতিদীর্ঘ বিবরণ দিচ্ছি । গত ২০ ফেব্রুয়ারি আমাদের কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ সূচনা হয় । কলেজের অধ্যক্ষ জনাব সাইয়িদ সাহেব সকাল ১০ টায় এর উদ্বোধন ঘোষণা করেন । এ অনুষ্ঠানে ছাত্র - ছাত্রী ও শিক্ষকবৃন্দ সবাই অংশ নেন । বেলা ১ টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান চলে । এতে অনেকেই বক্তব্য রাখেন । শুনে খুশি হবে , সাংস্কৃতিক সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আমি ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখি । বিকেল ৩ টায় আমাদের স্থানীয় সংসদ সদস্য কলেজ কমনরুমে ' বাঙালির সাংস্কৃতিক জীবন ' শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন । কলেজের ছাত্র - ছাত্রী ছাড়াও বাইরের প্রচুর দর্শক এই প্রদর্শনী উপভোগ করে । দ্বিতীয় দিনে কর্মসূচির মধ্যে ছিল সকালে ' আমার বাংলাদেশ ' শীর্ষক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিকেলে উপস্থিত বক্তৃতা । তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা । এই বিতর্কের পক্ষে ও বিপক্ষের বিষয় নির্ধারণ হয় ' বেকারত্ব সমস্যা কি একটি সামাজিক । সমস্যা ' । চতুর্থ দিনে ছিল সংগীত প্রতিযোগিতা । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়েছিল । পঞ্চম দিনে উপস্থিত গল্প বলা অনুষ্ঠানটি ছিল একটি আকর্ষণীয় মুহূর্ত । ষষ্ঠ দিনে বার্ষিক নাট্যাভিনয় ' ক্ষুদিরামের ফাঁসি ' যা দেশাত্মবোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখে । শেষ দিনটিতে প্রথম পর্বে বিচিত্রানুষ্ঠান ও শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যাপক কথাশিল্পী জনাব সুমন্ত আসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । এই ছিল আমাদের সপ্তাহকালীন কর্মসূচি । খুবই উপভোগ্য এই অনুষ্ঠানমালা আমার মনে থাকবে অনেক দিন । সেই সাথে আমি উপলব্ধি করেছি যে , পুঁথিগত বিদ্যার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা ও সুকুমারবৃত্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে । তুমি আমার ভালোবাসা নিও । পত্র পাওয়া মাত্র উত্তর দিও।

তোমার প্রীতিমুখ
সিয়াম

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain