সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা
আলোচ্য বিষয়:
👉🏻নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তোমার বন্ধুকে একটি পত্র লিখো ।
👉🏻সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো ।
সুপ্রিয় রাজিন,
সর্বপ্রথম আমার প্রাণঢালা শুভেচ্ছা নিও । আশা করি পরম করুণাময় আল্লাহপাকের অসীম দয়ায় ভালোই দিনাতিপাত করছ । আমিও তাঁরই কৃপায় মঙ্গলমতোই আছি ।
পর সংবাদ , আমি জানতে পেরেছি তুমি মোটেই সংবাদপত্র পাঠ করো না । এ ব্যাপারে তোমার আগ্রহও শূন্যের কোঠায় । বিষয়টি আমাকে যারপরনাই হতাশ করেছে । আমি ভাবতেও পারি না যে এই আধুনিককালের মানুষ হয়েও তুমি অজ্ঞতার পরিচয় দিচ্ছ । আমি জানি , তোমাদের বাসায় সংবাদপত্র রাখা হয় । স্কুলের কমনরুম ও গ্রন্থাগারে একাধিক দৈনিক পত্রিকা পাওয়া যায় । অথচ তুমি পারতপক্ষে সেগুলো হাত দিয়েও স্পর্শ কর না । এ ব্যাপারে তোমাকে জ্ঞানদান করা আমার সাজে না । কিন্তু তোমার একান্ত সুহৃদ বলে কিছু কথা না বলেও পারছি না । কারণ সংবাদপত্র হচ্ছে চলমান বিশ্বের দর্পণতুল্য । এটি জ্ঞানের ভাণ্ডারও বটে । চলমান বিশ্বের যাবতীয় খবর থেকে তুমি যদি নিজেকে বিচ্ছিন্ন করে রাখ তাহলে তোমার পক্ষে তথ্যাভিজ্ঞ হওয়া মোটেই সম্ভব নয় । পরীক্ষায় ভালো ফল থেকে শুরু করে ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে সংবাদপত্র তোমাকে গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে । এ সহায়তার জন্য প্রয়োজন সংবাদপত্রের সাথে তোমার যোগাযোগ সৃষ্টি । তাছাড়া আজকের সংবাদপত্র বিনোদনেরও প্রধান উৎস । কাজেই পরিপুষ্ট মনে তথ্যাভিজ্ঞ হয়ে যুগের সাথে নিজেকে যদি মানিয়ে নিতে চাও তাহলে দিনের একটি নির্দিষ্ট সময় সংবাদপত্র পাঠের পেছনে ব্যয় করবে ।
আমি আশা করব , আমার পরামর্শ তুমি সাদরে গ্রহণ করবে । যা কিছু লিখলাম তা তোমার স্বার্থেই । কাজেই মনঃক্ষুণ্ন হবে না । আজ তাহলে এখানেই শেষ করি।