গ্রীষ্মের ছুটি
আলোচ্য বিষয়:
👉🏻মনে করো , তোমার নাম সালমা । গ্রীষ্মের ছুটি কীভাবে কাটিয়েছ তা জানিয়ে তোমার বন্ধবী রিনার নিকট একখানা পত্র লিখো।
প্রিয় রিনা ,
আমার শুভেচ্ছা নিও । তোমার চিঠি পেয়ে খুশি হয়েছি । খুশি হয়েছি এজন্য যে তোমার পড়াশুনার প্রবল চাপের মধ্যেও দু'কথা লিখতে ভুলো নি । গত গ্রীষ্মের ছুটি তুমি খুব আমোদে কাটিয়েছ । তোমার মতো আমিও গ্রীষ্মের ছুটি ভালোমতোই কাটিয়েছি । তবে তোমার মতো কোথাও বেড়াতে গিয়ে নয় । আমি এবারের ছুটিতে আমাদের গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম । ইচ্ছা ছিল এই ছুটিটা গাঁয়ের ওই সহজ - সরল মানুষগুলোর সাথে থেকে তাদের কোনো কাজে লাগানো । আমার ইচ্ছা সফল হয়েছে ।
তুমি তো জানো আমাদের দেশে শিক্ষিতের সংখ্যা কত কম । আর এই শিক্ষা থেকে বঞ্চিত থাকার ফলেই গাঁয়ের লোকদের দুঃখ - দারিদ্র্য , অভাব - অনটন লেগেই আছে । আমি গাঁয়ের যুবকদের সংগঠিত করে বড়দের জন্য নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করলাম । সন্ধ্যায় গাঁয়ের বৈঠকখানাগুলো সরগরম হয়ে উঠল । গাঁয়েরই শিক্ষিত ছেলেরা সেখানে পড়ায় । একই সাথে ছিল কিছু আলোচনার ব্যবস্থা , কী করলে স্বাস্থ্য ভালো থাকে , কৃষিকাজে উন্নতি কীভাবে করা যায় , হাঁস - মুরগি - গবাদিপশু পালনের কলাকৌশল ইত্যাদি সম্পর্কে যে যা জানে তাই আলোচনা করা হলো । কদিনের মধ্যেই গ্রামে একটা নতুন চেতনা দেখা গেল । তারা নিজেদের ভালোমন্দ বুঝতে পারল । আমার মনে হয় এরপর তারা নিজেদের পথ নিজেরাই দেখতে পারবে ।
ছুটি শেষে আমি ফিরে এসেছি । কিন্তু রেখে এসেছি কিছুটা চেতনা যা গাঁয়ের মানুষের জীবনে আনবে আনন্দ । আজ এখানেই রাখছি । চিঠি লিখো ।