পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার
আলোচ্য বিষয়:
👉🏻পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লিখো।
👉🏻পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য ছোট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র লিখো ।
স্নেহের মৃদুল ,
আমার অসংখ্য শুভেচ্ছা রইল । আশা করি খোদার রহমতে ভালোই দিনাতিপাত করছ। আমরাও বাড়িতে সকলেই সুস্থ আছি। পর সংবাদ , তোমার বার্ষিক পরীক্ষা সমাগত । আশা করি প্রত্যাশামতো প্রস্তুতি গ্রহণে কোনো ত্রুটি হয় নি । সেই সাথে এই প্রত্যাশাও করি যে , ইতঃপূর্বে যেরূপ কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে আমাদের গর্বিত করেছ , এবারও তার ব্যতিক্রম হবে না । আমরা তোমার সেরূপ ফলাফলের জন্য দোয়া করি ।
আজকের পত্রে একটি বিষয় নিয়ে তোমার বিশেষ মনোযোগ আকর্ষণ করছি । তুমি তো জান , পরীক্ষায় নকলবাজি একটি সাধারণ ঘটনা । তোমার অনেক বন্ধুবান্ধবও পরীক্ষার বৈতরণী সহজে পার হতে নকলের আশ্রয় নিতে পারে । আমাদের দৃঢ় বিশ্বাস , তুমি অন্তত এ ধরনের কোনো বিষয়ে জড়িয়ে পড়বে না । পরীক্ষায় যারা নকল বা অসাধু উপায় অবলম্বন করে তারা নিজ হাতে নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করে । নকল করে পাস করা গেলেও বাস্তব জীবনে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে শেকড়শূন্য গাছের মতো হুমড়ি খেয়ে পড়তে হয় এবং কর্মজীবনে সম্মানজনক পেশা লাভে ব্যর্থ হতে হয় । পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেয়ে আত্মপ্রবঞ্চনা আর নেই । এ তো গেল ব্যক্তিগত জীবনে নকলের কুফল । জাতীয় জীবনেও এর ভয়ঙ্কর ফলাফল অনিবার্য । পরীক্ষায় দুর্নীতি শিক্ষাব্যবস্থার মূলে কুঠারাঘাত করছে এবং জাতির নৈতিক ভিতকে দুর্বল করে দিয়েছে । পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পাওয়া মানুষের জন্য এমন কোনো অপরাধ নেই যে , যা করা অসম্ভব । আজকের দিনে যে যথেচ্ছ সামাজিক দুর্নীতি ও মূল্যবোধের অবক্ষয় তার পেছনে পরীক্ষায় দুর্নীতি অনেকাংশে ইন্ধনের কাজ করছে । কাজেই , তুমি কখনোই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না ।
অতএব , নিজের ভবিষ্যৎ ও পরিবারের মুখের দিকে তাকিয়ে এবং জাতির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কঠোর অনুশীলন চালিয়ে যাও । মনে রাখবে ছাত্রকালে অধ্যয়নই হলো তপস্যা । আজ এ পর্যন্তই , স্বাস্থ্যের প্রতি নজর দিও । লম্বা ছুটি পেলে বাড়ি এসো ।