Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

পত্র লিখন: একুশের বইমেলা সম্পর্কে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখ | JSC, SSC, HSC

একুশের বইমেলা সম্পর্কে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখ বা তোমার দেখা একটি একুশের বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একখানি পত্র লিখো

একুশের বইমেলা


আলোচ্য বিষয়:

👉🏻একুশের বইমেলা সম্পর্কে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখ।

👉🏻তোমার দেখা একটি একুশের বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একখানি পত্র লিখো ।



ঢাকা , বাংলাদেশ
১০/০২/২০১৬

সুপ্রিয় জিতু ,

মহান একুশের মাসে তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন । আশা করি ভালোই আছো । আমিও ভালোই আছি । আমাদের বন্ধুমহলের সবাই এদিকে ভালো আছে । তুমি তো জানো বাংলা একাডেমিতে একুশের বইমেলা চলছে । আমি ইতোমধ্যে তিন দিন মেলায় গিয়েছি । আজ আমি এবারের বইমেলা সম্পর্কে তোমাকে লিখে জানাব ।

এবারের মেলাটা অন্য বছরের তুলনায় অনেক বেশি জমজমাট । অন্য বছরের তুলনায় এবার মেলা অনেক বেশি সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন । কেবল প্রকৃত প্রকাশকদেরই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে । লাইন দিয়ে মেলায় প্রবেশ করতে হয় । মেলার ভেতরের স্টলগুলোও এবার অনেক বেশি সুচারুরূপে সাজানো হয়েছে । এক হাজারেরও বেশি স্টল মেলায় স্থান পেয়েছে । মেলার বাইরে অন্যকোনো দোকান এবং হকার বসতে দেওয়া হয় নি । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো । ফলে বখাটে ছেলেদের উৎপাত কম । দুপুর না হতেই মেলার প্রবেশ লাইন প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে যায় । তাতেও মানুষের কোনো বিরক্তি নেই ।

এবারের মেলায় প্রায় পাঁচ হাজার নতুন বই প্রকাশিত হচ্ছে । প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই । শেষ দিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে । যথারীতি এবারও মেলায় হুমায়ুন আহমেদের বই বিক্রির শীর্ষে আছে । উপন্যাসের পরেই কবিতার বইয়ের অবস্থান । বইমেলা বাঙালি জীবনে , বিশেষ করে ঢাকাবাসীর জীবনে আত্মপরিচয়ের চেতনা জাগিয়ে তুলেছে

আজ এ পর্যন্তই । বইমেলা শেষ হলে আবারও লিখব । সে পর্যন্ত ভালো থেকো ।

ইতি
মিজান

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain