Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

পত্র লিখন: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো | JSC, SSC, HSC

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো ।

শুভো নববর্ষের শুভেচ্ছা


আলোচ্য বিষয়:

👉🏻নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো ।


খুলনা
১৪/০৪/২০১৬

সুপ্রিয় রাতুল ,

আমার প্রাণঢালা শুভেচ্ছা নিয়ো । আশা করি ভালো আছ । আমিও কুশলেই আছি । আজ পহেলা বৈশাখ , বাংলা নববর্ষ । বাঙালি তথা বাংলাদেশের মানুষের এক ঐতিহ্য লালিত দিন । নববর্ষের নবোদিত সূর্যের মতোই তোমার জীবন আলোকিত হয়ে উঠুক , এই শুভ দিনে এটাই আমার প্রার্থনা । পুরানো বছরের গ্লানি , জরা আর ব্যর্থতা নববর্ষের নবদিগন্তে হারিয়ে যাক ফুটে উঠুক সাফল্যের সোনালি সকাল , তোমার - আমার , সমাজের সকলের জীবনে । আজকের এই মহিমান্বিত দিনে প্রাণভরে বলতে চাই-

পুরাতন আজ যাক চলে , যাক অতীতে মিশে ,
নতুন দিনের সূর্য উঠুক জীবনে হেসে ।
সবার জীবনে আসুক এবার খুশির দিন ,
অরুণ আলোয় ফুটুক মনে স্বপ্ন রঙিন ।

সময়ের আবর্তনে বছর যায় , বছর ঘুরে আসে । এ বছরটি শুধুই সময়ের পরিক্রমা হোক আমি তা চাই না । আমি চাই এ বছরটি আমাদের গোটা জাতীয় জীবনেই সাফল্যের মাইলফলক হয়ে থাক । নতুন সম্ভাবনায় জাতি উঠুক হেসে । আশা করি , তুমিও আমার সাথে আজ সুর মিলিয়ে এ কথাই বলবে । তোমার বাবা - মাকে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক শ্রদ্ধা জানাবে । ছোট্টমনি রুবিকে নববর্ষের টুসটুসে আদর দিও ।

আজ এ পর্যন্তই । শুভ নববর্ষ ।

ইতি
তোমারই প্রিয়
রফিক

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain