অর্থই অনর্থের মূল
একদা এক ধনী ব্যক্তি এক দরিদ্র কৃষককে দয়া করল এবং একটি থলেতে এক হাজার রুপি দিল । সে তাকে বলল , “ দেখ বন্ধু আমি তোমার জন্য এক হাজার রুপি এনেছি । এই টাকাগুলো রাখ এবং তোমার দুঃখদুর্দশা দূর করো । কৃষকটি বিস্মিত হলো । সে মনে মনে বলল , এক হাজার রুপি অনেক টাকা । সে ধনী ব্যক্তিটির নিকট থেকে টাকার থলেটি নিল এবং তাকে ধন্যবাদ জানাল । সে বুঝতে পারল না কোথায় টাকাগুলো রাখবে । সে তার কুঁড়ে ঘরের মধ্যে একটি গর্ত করল এবং টাকাগুলো সেখানে রাখল । এখন এক নতুন চিন্তা কৃষককে পেয়ে বসলো । সে সবসময় ভাবত যে , তার টাকা যেকোনো সময় চুরি হতে পারে । সে টাকাগুলো রাখার জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে পেল না । এই চিন্তা তাকে বিনিদ্র রাখল এবং রাতের ঘুম পালিয়ে গেল । তাই সে নিজেকে কাজে নিয়োজিত করতে পারল না । সে ধীরে ধীরে বুঝতে পারল যে তার টাকা আছে কিন্তু মনে শান্তি নেই ।