আঙুর ফল টক
একদিন একটি শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল । সে ছিল খুব ক্ষুধার্ত । সে আশপাশে অনেক খুঁজেও কোনো মুরগির বাচ্চা পেল না । কিছু সময় পর , সে পাকা আঙুরে পরিপূর্ণ একটি আঙুরের বাগানে প্রবেশ করল । শিয়ালটি খুব আনন্দিত হলো । সে আঙুর দিয়ে তার ক্ষুধা নিবারণ করার কথা ভাবল । কিন্তু সেগুলো ঝুলছিল অনেক উপরে । সে তার পিছনের পায়ের উপর দাঁড়িয়েও সেগুলোর নাগাল পেল না । সে উপরের দিকে কয়েকটি লাফ দিল কিন্তু তাতেও কোনো লাভ হলো না । সে ক্ষুধায় আরো ক্লান্ত হয়ে গেল । অতঃপর সে আফসোস করে এই বলতে বলতে চলে গেল যে আঙুর ফল টক ।