এন্ড্রকলস ও অসুস্থ সিংহ
একদা এন্ড্রকলস নামের এক যুবক ছিল । দুর্ভাগ্যবশত সে একজন ক্রীতদাস বনিক কর্তৃক ধৃত হলো । বনিক অন্য দেশের একজন ধনী ব্যক্তির নিকট তাকে বিক্রি করে দিল । লোকটি ছিল খুব রূঢ় এবং নিষ্ঠুর । সে তার ওপর অনেক অত্যাচার করত । এটা ছিল তার জন্য অসহনীয় । অত্যাচার এড়াতে সে একদিন তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল । সে ভুলক্রমে একটি সিংহের গুহায় প্রবেশ করল । সিংহটিকে অসুস্থ মনে হচ্ছিল যেহেতু এটি গোঙ্গাচ্ছিল । সিংহটির প্রতি তার দয়া হলো এবং সে সিংহটির নিকটে গেল । সে সিংহটির থাবাটি তার হাতে নিল এবং এটি থেকে বড় কাঁটা বের করল । সিংহটি তার যন্ত্রণা থেকে মুক্তি পেল ।