গুগল নিউজ এ আমাদের অনুসরণ করুন। Google News!

রক্তচোষা শিরোনামে একটি খুদেগল্প লিখ | JSC, SSC, HSC

রক্তচোষা।একবার এক শেয়াল এক নদীর তীরে হাজির হলো । তাকে নদী পেরিয়ে ওপারে যেতে হবে । সেই নদীতে ছিল তীব্র স্রোত । তা দেখে শেয়াল থেমে গেল ।

রক্তচোষা


একবার এক শেয়াল এক নদীর তীরে হাজির হলো । তাকে নদী পেরিয়ে ওপারে যেতে হবে । সেই নদীতে ছিল তীব্র স্রোত । তা দেখে শেয়াল থেমে গেল । নদীতে ঝাঁপ দিতে সাহস হচ্ছিল না । কিন্তু শেয়ালকে তো ওপারে যেতেই হবে । তাই চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ল নদীর জলে । সাথে সাথে স্রোতের টানে শেয়াল একটা খাদের ভেতরে গিয়ে পড়ল । তার কোমর পর্যন্ত দেবে গেল কাদায় । অনেক চেষ্টা করেও কাদা থেকে সে উঠতে পারল না । সেই খাদে অনেক জোঁক ছিল । ঝাঁকে ঝাঁকে জোঁক এসে ধরল শেয়ালকে । তারা শেয়ালের গায়ের রক্ত চুষতে লাগল ।

তখন সেই পথ দিয়ে যাচ্ছিল এক খাটাশ । শেয়ালের অবস্থা দেখে খাটাশের মনে খুব কষ্ট হলো । সে ব্যথিত কণ্ঠে বলল , ভাই শেয়াল , তোমাকে তো হাজার হাজার পোকায় ধরেছে , তোমার গা থেকে ঐ পোকাগুলো তুলে দেই কেমন ? শেয়াল বলল- না ভাই খাটাশ , তা করার দরকার নেই । খাটাশ বলল- না বলছো কেন ভাই ? শেয়াল বলল- খাটাশ ভাই , আসল ব্যাপারটা তুমি বুঝতে পারছ না । না বলছি এ জন্যে যে , এগুলো অনেকক্ষণ ধরে আমার রক্ত খেয়েছে , আর বেশি এরা রক্ত টানতে পারবে না । এই পোকাগুলো তুলে নিলে আর এক নতুন ঝাঁক জোঁক এসে আমার গায়ে লাগবে । তখন যে রক্তটুকু আমার গায়ে অবশিষ্ট আছে , তাও আর থাকবে না । নতুন পোকারা নতুন শোষকের মতো শোষণ করে আমার জীবনটাই মাটির সাথে মিশিয়ে দেবে । খাটাশ বলল- ঠিক বলেছ শেয়াল ভাই ।

ধন সম্পদলোভী শোষকেরাও এভাবেই সমাজের মানুষকে শোষণ করে ।


আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
ওহফ্!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
বিজ্ঞাপন ব্লক সনাক্ত করা হয়েছে!
আমরা সনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷
বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহার করা হয়, আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইনে আমাদের ওয়েবসাইটকে সাদা তালিকাভুক্ত করার অনুরোধ করছি।