শক্তি পরীক্ষা
একদিন সূর্য আর বাতাসের মধ্যে প্রচণ্ড তর্ক শুরু হলো । দুজনের মধ্যে কার শক্তি বেশি , এই ছিল তর্কের বিষয় । কেউ কারো কাছে হার মানতে চায় না বলে তর্কেরও শেষ হয় না । শেষ পর্যন্ত দুজনেই বুঝতে পারল , এভাবে তর্ক চালিয়ে যাওয়া অর্থহীন । তাই কথা কাটাকাটি থামিয়ে হাতে কলমে শক্তি পরীক্ষার একটা উপায় বের করা দরকার । হঠাৎ বাতাসের মাথায় একটা বুদ্ধির উদয় হলো সে সূর্যকে উদ্দেশ্য করে বলল , ঐ দেখো রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে । যে ঐ লোকটার শরীর থেকে জামা - কাপড় খোলাতে পারবে সেই হবে বিজয়ী । যে বিজয়ী হবে তাকে বেশি শক্তিশালী বলে মেনে নিতে হবে । দুজনের মধ্যে ঠিক হলো , প্রথমে বাতাসই জামা খোলার চেষ্টা শুরু করবে । বাতাস তার সর্বশক্তি প্রয়োগ করে বইতে শুরু করলো । বাতাস বইতে শুরু করলে লোকটা আরো ভালোভাবে গায়ে জামাকাপড় জড়িয়ে দিল । বাতাস তার শক্তি আরো বাড়িয়ে দিলেও কাজ হলো না । বাতাস আরো প্রস্তুতি নিয়ে এবার প্রবল জোরে বইতে শুরু করল । ঠাণ্ডা বাতাসে লোকটার শরীর কাঁপছিল । এবার সে আগের পরা জামার ওপর আরো একটা মোটা কোট পরে নিয়েছে । বাতাসের গতিবেগ থেকে রক্ষার জন্য লোকটি দুহাতে জামাকাপড় চেপে ধরে রেখেছে । বাতাস তো হতাশ । লোকটার শরীর থেকে জামাকাপড় খোলা বাতাসের পক্ষে সম্ভব হলো না । এবার সূর্য তার শক্তির পরিচয় দিতে শুরু করল । বাতাসের শীতল প্রবাহের পর সূর্যের তাপে লোকটার বেশ আরাম বোধ হলো । আস্তে আস্তে সূর্যের উত্তাপ বাড়তে থাকলে লোকটা তার গায়ের কোটটা খুলে ফেলল । উত্তাপ যখন প্রচণ্ড থেকে প্রচন্ডতর হয়ে উঠল , তখন আর তার সহ্য হচ্ছিল না । একে একে সে গায়ের সব জামাকাপড় খুলে গা ঠাণ্ডা করতে পাশের এক নদীতে নেমে গেল পরীক্ষায় প্রমাণিত হলো , বাতাসের চেয়ে সূর্যের শক্তি অনেক বেশি ।