ইঁদুরের বৈঠক
একটা পাহাড় লোকালয়ের কাছেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের গুহায় বাস করত একদল ইঁদুর । পাহাড়ের গুহায় কোনো খাবার পাওয়া যেত না বলে তাদের লোকালয়ে যেতে হতো । কিন্তু সেখানে থাকত একটি হুলো বিড়াল । বিড়ালের অত্যাচারে ইঁদুরেরা লোকালয় থেকে খাদ্য জোগাড় করতে না পেরে একসময় খুব অতিষ্ঠ হয়ে উঠল । বাঁচার একটা উপায় বের না করলে ইঁদুরের বংশ ধ্বংস হয়ে যাবে । বিড়ালের হাত থেকে কীভাবে বাঁচা যায় , এ বিষয়ে ইঁদুরদের একটা বৈঠক বসল । বৈঠকে অনেক ইঁদুরের সমাবেশ ঘটল । বাঁচার উপায় হিসেবে অনেকেই নানারকম পরামর্শ ও প্রস্তাব দেয় । কিন্তু কারো প্রস্তাবই সভাপতির আসনে বসা বৃদ্ধ ইঁদুরের পছন্দ হলো না । অবশেষে এক বিজ্ঞ ইঁদুর অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বলল- আমি বলি কি , ঐ হুলো বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া হোক , তাহলে ঘণ্টার আওয়াজ শুনেই আমরা সাবধান হতে পারব । এই প্রস্তাবে বৈঠকে উপস্থিত সকল ইঁদুরই হাতে তুড়ি বাজিয়ে রাজি হয়ে গেল । বৈঠকের সভাপতি বৃদ্ধ ইঁদুর এতক্ষণ বসে বসে সবার পরামর্শ শুনছিল । কিন্তু এবার আর কিছু না বলে পারল না । এবার সে বলল , আমার প্রবীণ বিজ্ঞ বন্ধু যা বললেন তা খুবই বুদ্ধির কথা বটে , বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিতে পারলে আমাদের উদ্যোগ সফল হবে । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে , ঐ ঘণ্টাটা বিড়ালের গলায় বাঁধতে যাবে কে ? সভাপতির কথায় বৈঠকের অন্যান্য ইঁদুরেরা চুপ হয়ে গেল । কিন্তু ঘণ্টা বাঁধার উপায় হিসেবে কেউ কোনো উত্তর দিতে পারল না । পরস্পর মুখ চাওয়া চাওয়ি করেও উত্তর খুঁজে পেল না ।
আসলে প্রস্তাব দেওয়া যত সহজ , তা বাস্তবে রূপায়িত করা এত সহজ নয় ।