গুগল নিউজ এ আমাদের অনুসরণ করুন। Google News!

ইঁদুরের বৈঠক শিরোনামে একটি খুদেগল্প লিখ। JSC, SSC, HSC

ইঁদুরের বৈঠক।একটা পাহাড় লোকালয়ের কাছেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের গুহায় বাস করত একদল ইঁদুর ।

ইঁদুরের বৈঠক


একটা পাহাড় লোকালয়ের কাছেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের গুহায় বাস করত একদল ইঁদুর । পাহাড়ের গুহায় কোনো খাবার পাওয়া যেত না বলে তাদের লোকালয়ে যেতে হতো । কিন্তু সেখানে থাকত একটি হুলো বিড়াল । বিড়ালের অত্যাচারে ইঁদুরেরা লোকালয় থেকে খাদ্য জোগাড় করতে না পেরে একসময় খুব অতিষ্ঠ হয়ে উঠল । বাঁচার একটা উপায় বের না করলে ইঁদুরের বংশ ধ্বংস হয়ে যাবে । বিড়ালের হাত থেকে কীভাবে বাঁচা যায় , এ বিষয়ে ইঁদুরদের একটা বৈঠক বসল । বৈঠকে অনেক ইঁদুরের সমাবেশ ঘটল । বাঁচার উপায় হিসেবে অনেকেই নানারকম পরামর্শ ও প্রস্তাব দেয় । কিন্তু কারো প্রস্তাবই সভাপতির আসনে বসা বৃদ্ধ ইঁদুরের পছন্দ হলো না । অবশেষে এক বিজ্ঞ ইঁদুর অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বলল- আমি বলি কি , ঐ হুলো বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া হোক , তাহলে ঘণ্টার আওয়াজ শুনেই আমরা সাবধান হতে পারব । এই প্রস্তাবে বৈঠকে উপস্থিত সকল ইঁদুরই হাতে তুড়ি বাজিয়ে রাজি হয়ে গেল । বৈঠকের সভাপতি বৃদ্ধ ইঁদুর এতক্ষণ বসে বসে সবার পরামর্শ শুনছিল । কিন্তু এবার আর কিছু না বলে পারল না । এবার সে বলল , আমার প্রবীণ বিজ্ঞ বন্ধু যা বললেন তা খুবই বুদ্ধির কথা বটে , বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিতে পারলে আমাদের উদ্যোগ সফল হবে । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে , ঐ ঘণ্টাটা বিড়ালের গলায় বাঁধতে যাবে কে ? সভাপতির কথায় বৈঠকের অন্যান্য ইঁদুরেরা চুপ হয়ে গেল । কিন্তু ঘণ্টা বাঁধার উপায় হিসেবে কেউ কোনো উত্তর দিতে পারল না । পরস্পর মুখ চাওয়া চাওয়ি করেও উত্তর খুঁজে পেল না ।

আসলে প্রস্তাব দেওয়া যত সহজ , তা বাস্তবে রূপায়িত করা এত সহজ নয় ।


আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
ওহফ্!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
বিজ্ঞাপন ব্লক সনাক্ত করা হয়েছে!
আমরা সনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷
বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহার করা হয়, আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইনে আমাদের ওয়েবসাইটকে সাদা তালিকাভুক্ত করার অনুরোধ করছি।