শিয়ালের দুরভিসন্ধি
একদা এক জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত । একদিন জঙ্গল দিয়ে হাঁটার সময় যে একটি ফাঁদে আটকা পড়ল । সে ফাঁদ থেকে বের হবার জন্য অনেক সংগ্রাম করল এবং অবশেষে সে লেজ ছাড়া ফাঁদ হতে বের হতে সক্ষম হলো । শিয়ালটি খুব দুঃখ পেলো যখন সে দেখলো যে লেজ ছাড়া তাকে খুব অদ্ভুত এবং বোকা দেখাচ্ছে । সে অন্যান্য শিয়ালদের হিংসা করতে লাগল । তাদের খুব সুন্দর দেখা যায় বলে তাদের লেজ কাটানোর জন্য সে একটি ফন্দি আটল । জঙ্গলের সকল শিয়ালদের নিয়ে সে একটি সভা ডাকল । যখন শিয়ালরা সভায় সমবেত হলো তখন সে বলল , বন্ধুগণ , আমি একটি বিশাল জিনিস আবিষ্কার করেছি । " অনেক গবেষণার পর আমি বুঝতে পেরেছি যে আমাদের লেজের প্রয়োজন নেই । " সে আরো বলল , এগুলো আমাদের কুৎসিত ও নোংরা করে এবং এগুলোর দরকার নেই বললেই চলে । ” “ সুতরাং বন্ধুরা , লেজের ভারী বোঝা সবসময় বহন করার কী দরকার ? " " আমি তোমাদের লেজগুলোকে কেটে ফেলতে উপদেশ দিচ্ছি । আমি নিশ্চিত লেজ ছাড়া তোমাদের আরো সুন্দর দেখাবে । আমি ইতোমধ্যেই আমারটা কেটে ফেলেছি । এখন আমার কাছে নিজেকে খুব সুশ্রী এবং হালকা মনে হচ্ছে । তোমরাও তোমাদের লেজগুলো কেটে ফেলো । শ্রোতারা খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল এবং এই পরিস্থিতি নিরূপণ করার চেষ্টা করল । কিন্তু এক বৃদ্ধ শিয়াল এই লেজবিহীন শিয়ালের দুরভিসন্ধি বুঝতে পারল এবং - বক্তাকে লক্ষ্য করে বলল , “ তুমি তোমার লেজ কাটো নি । ” হয়তো তুমি কোনো না কোনোভাবে তোমার লেঞ্জ হারিয়েছ এবং এখন তুমি অন্যদের লেজও কাটাতে চাচ্ছ ।