মিথ্যাবাদীর শাস্তি
অনেক দিন আগে সুবর্ণপুর গ্রামে এক রাখাল বাস করত । গ্রাম থেকে সামান্য দূরে ছিল এক বিশাল বন । বনের ধারে আছে একটা জঙ্গল । বনের ধারের এক মাঠে রাখাল রোজ ভেড়া চরাতে যেত । হঠাৎ একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি জেগে উঠল । মজা করার জন্যে সে উচ্চঃস্বরে চিৎকার করে উঠল , ওগো তোমরা কে কোথায় আছ , শীঘ্র এসো আমার ভেড়ার পালে বাঘ পড়েছে । রাখালের চিৎকার শুনে গ্রামের অনেকেই লাঠিসোঁটা নিয়ে ছুটে এলো । গ্রামবাসীদের আসতে দেখে রাখাল হি হি করে হাসতে শুরু করল । লোকেরা এসে বোকা বনে গেল । রাখালের চালাকি বুঝতে পেরে ফিরে গেল তারা । এভাবে সে মাঝে মাঝেই গ্রামের লোকদের বোকা বানাতে লাগল । তার চিৎকার শুনলেই লোকেরা কাজ ফেলে ছুটে আসত ভেড়ার পালকে বাঁচাবার জন্য । কিন্তু এসেই দেখত ফাঁকি । তাই রাখালের ওপর সবাই ক্ষুব্ধ । এভাবে কিছুদিন যায় । একদিন সত্যি সত্যি বাঘ এলো । ঝাঁপিয়ে পড়ল ভেড়ার পালে । ভয়ংকর বিপদ দেখে রাখাল প্রাণপণে চিৎকার শুরু করল- তোমরা কে কোথায় আছো , তাড়াতাড়ি ছুটে এসো , বাঘ পড়েছে আমার ভেড়ার পালে , সত্যি আজ বাঘ এসেছে , তোমরা এসে তাড়াও , নইলে আমার সমস্ত ভেড়া শেষ হয়ে যাবে । রাখালের গলা ফাটানো চিৎকার শুনে আজ আর কেউ ছুটে এলো না । কেউ বিশ্বাস করল না তার কথা । ফলে কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না । সবাই ভাবল , মজা করার জন্য আজও সে মিথ্যা কথা বলছে । ফলে রাখালের ভেড়াগুলো সবই বাঘের পেটে গেল । শেষ পর্যন্ত রাখালেরও জীবন গেল বাঘের থাবায় । মিথ্যাবাদীর শাস্তি এরকমই হয় ।