-->

জ্যোতিষীর বুদ্ধি শিরোনামে একটি খুদেগল্প লিখ | JSC, SSC, HSC

জ্যোতিষীর বুদ্ধি


একদা এক রাজা ছিল । রাজা জ্যোতিষীদের কাছ থেকে তার ভবিষ্যৎ জানতে পছন্দ করতেন । এক ভালো জ্যোতিষী রাজার রাজধানী পরিদর্শনে এলেন । রাজা তাকে রাজপ্রাসাদে ডাকলেন । জ্যোতিষী অপ্রীতিকর কিছু বলল । এতে রাজা রেগে গেলেন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন । কিন্তু জ্যোতিষীকে হত্যার জন্য নিয়ে যাওয়ার পূর্বে তার মনে অন্য একটি চিত্তা দাগ কাটল । রাজা তখন জিজ্ঞাসা করল , “ তুমি কতদিন বাঁচবে ? ” এরপর সে কিছুক্ষণ পালানোর পথ নিয়ে ভাবল । সে চিন্তা করল যে রাজা তাকে মিথ্যাবাদী প্রমাণ করে মৃত্যুদণ্ড দিবে । উপস্থিত বুদ্ধিতে সে বলল , “ তারকারা বলে যে আমি আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে মারা যাব । ” আপনি আমাকে যেখানে পাঠাচ্ছেন সেখানে আমি আমার জাহাপনাকে গ্রহণ করতে অপেক্ষা করব । এতে রাজা ফ্যাকাশে হয়ে গেল । রাজা চিৎকার করে বলল , “ এই হতচ্ছারাটিকে এখান থেকে নিয়ে যাও এবং তাকে আর আসতে দিও না । " জ্যোতিষী তার উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেল ।

See Also :