গুগল নিউজ এ আমাদের অনুসরণ করুন। Google News!

খুদেগল্প: বইয়ের ফেরিওয়ালা

বইয়ের ফেরিওয়ালা।আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৭ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে । 

গল্পসংকেত: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৭ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে । তাই এই প্রৌঢ় বয়সেও ......


বইয়ের ফেরিওয়ালা

আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৭ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে । তাই এই প্রৌঢ় বয়সেও তিনি নিরলস কাজ করে যাচ্ছেন । নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তিনি অক্লান্ত সৈনিক । দেশপ্রেমের মশাল প্রজ্বালনে তিনি আজও নানা উদ্যোগ গ্রহণ করে চলেছেন । মুক্তিযুদ্ধের এই বীর সেনানী মর্মে মর্মে উপলব্ধি করেন বাঙালির ত্যাগের অতীত ইতিহাস। উপলব্ধি করেন স্বাধীনতার মূল্য । এই স্বাধীনতার ইতিহাস বিস্তারে তিনি তাঁর বাকি জীবন উৎসর্গ করেছেন । তিনি বিশ্বাস করেন জাতি হিসেবে বাঙালিকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে , নতুন বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে হলে , মুক্তিযুদ্ধের চেতনায় স্বদেশ বিনির্মাণের বিকল্প নেই ।

নিজ গ্রামে তাই আশরাফ সাহেব প্রতিষ্ঠা করেছেন ' শহিদ খালেক মন্টু স্মৃতি পাঠাগার ' । জড়ো করেছেন বইয়ের এক বিশাল সম্ভার । বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য - নির্ভর গুরুত্বপূর্ণ বই , সংবাদপত্র ও দলিলাদি মূলত ঠাঁই দিয়েছেন তাঁর এই সংগ্রহশালায় । প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভূখণ্ডের ইতিবৃত্ত , ভাষা আন্দোলন , মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণদের জানাতে সারা জীবনের সঞ্চয় ব্যয় করে তিনি এটা গড়ে তুলেছেন । রয়েছে শিল্প , সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থও ।

গ্রামের মানুষের কাছে তিনি ' বইয়ের ফেরিওয়ালা ' । স্কুলগামী কিশোর - কিশোরীদের কাছে ' মুক্তিযোদ্ধা দাদু ' । গ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চষে বেড়ান । মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত বই বিতরণ করেন শিশু কিশোর - তরুণদের মাঝে । আয়োজন করেন পাঠচক্রের অসীম সাহসী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের একাত্তরের দিনগুলোকে মূর্ত করে তোলেন কচি - কাঁচাদের এই পাঠচক্রে ।

প্রতি মাসে লাইব্রেরির করিডোরে আয়োজন করেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার । সেখানেই রং - তুলির আঁচড়ে মূর্ত করে তোলেন একেকজন মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ ঘটনা । আর সে ঘটনা তিনি গল্পের ছলে খুদে শিক্ষার্থীদের শোনান । মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগে তিনি শামিল করেছেন নতুন প্রজন্মের শিশুকিশোরদের । তাদের সামনে তিনি গল্পের ছলে সুপারহিরো হিসেবে হাজির করেন মুক্তিযোদ্ধাদের ।

নিজ উদ্যোগে স্কুল - কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলের লুপ্তপ্রায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করান । এলক্ষ্যে তিনি গঠন করেছেন ' নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ' নামে এক সংগ্রাহক গোষ্ঠী । এরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রৌঢ় মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে তাঁদের বক্তব্য নিয়ে আসেন । আশরাফ সাহের গ্রন্থিত করেন সেগুলোকে । তাঁর স্বপ্ন একদিন এগুলোকে পুস্তক আকারে প্রকাশ করবেন । নতুন প্রজন্মের হাতে তুলে দেবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দলিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
ওহফ্!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
বিজ্ঞাপন ব্লক সনাক্ত করা হয়েছে!
আমরা সনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷
বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহার করা হয়, আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইনে আমাদের ওয়েবসাইটকে সাদা তালিকাভুক্ত করার অনুরোধ করছি।