Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Essay or composition লেখার নিয়ম

Essay / Composition অর্থ প্রবন্ধ। মনোভাব কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের ভাষায় বর্ণনা করার চেষ্টাকেই Essay / Composition বলা হয়।

Composition লেখার নিয়ম



Essay / Composition (প্রবন্ধ রচনা)

' Essay ' অর্থ প্রবন্ধ। আমরা সমাজে বাস করি এবং প্রতিনিয়ত নানা ধরনের ঘটনার সম্মুখীন হই । এসব ঘটনা দেখা শোনা বা উপলব্ধি করার পর আমাদের মনে যে ধারণা জন্মে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের ভাষায় বর্ণনা করার চেষ্টাকেই Essay / Composition বা ' প্রবন্ধ রচনা ' বলা হয় ।


Length of an essay / Composition (প্রবন্ধ রচনার দৈর্ঘ্য)

কোনো বিষয়বস্তু সম্পর্কে রচনা লিখতে হলে তার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করে লেখা সম্ভব নয় । তবু বর্তমান পাঠ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছাত্রীদেরকে ২৫০ শব্দের মধ্যে Essay / Composition লেখা গ্রহণীয় হয় । সুতরাং প্রশ্নপত্রে যে Hints থাকে তদনুসারে Essay / Composition লেখা আবশ্যক ।


Parts of an Essay / Composition (এর বিভিন্ন অংশ)

প্রত্যেকটি রচনাকে তিনটি পৃথক অংশে ভাগ করে প্রদত্ত Hints অনুসারে লিখতে হবে । তা হলো: 1. The beginning- সূচনাপর্ব 2. The Middle মধ্যভাগ : 3. The End শেষপর্ব ।

1. The Beginning: এটা হলো Introduction বা সূচনা ।

2. The Middle: রচনা গর্ভে বিস্তারিত আলোচনা করতে হবে । প্রয়োজনবোধে Para বা স্তবকে ভাগ করে লিখতে হবে ।

3. The End: এটা হলো Conclusion বা উপসংহার । এখানে রচনাটির সংক্ষেপে পুনরুক্তি হবে ও লেখকের ব্যক্তিগত মতামত থাকবে ।


Kinds of Eassy বা রচনার প্রকারভে

1. Descriptive ( বর্ণনামূলক ): যেমন- Your home , Tea , My garden , Cow , etc.

2. Narrative ( ঘটনামুলক ): যেমন- A village fair , A journey by boat . A bus accident etc.

3. Reflective ( চিন্তামূলক ): যেমন- Character Obedience to parents . Turthfulness etc.

Descriptive Essay- কে বিভিন্নভাবে ভাগ করা যায় । যেমন- প্রাণী বিষয়ক , বস্ত্র বিষয়ক ও স্থান বিষয়ক ।

a. কোনো প্রাণী বিষয়ক রচনা লিখতে হলে নিম্নলিখিত points বা সংকেতগুলো অনুসরণ করতে হয়। যেমন:- Introduction , Description , Kinds , Where found , Food and nature , Usefulness and Conclusion .

b. কোনো স্থান সম্পর্কে লিখতে হলে : Situation and Area , History Population Speciality , Communication and Transport Trade and Commerce , Means of Education , Conclusion .

C. কোনো বস্তু সম্পর্কে: What it ? It's colour , Shape or size , Where found or made , How made , What it is made of Usefulness , Conclusion .

d. কোনো ঘটনা সম্পর্কে: Introduction , Description . Conclusion .

e. জীবনচরিত সম্পর্কে: Birth and parentage , Early life and education Work in life , Character . Death Conclusion .


একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain