গুগল নিউজ এ আমাদের অনুসরণ করুন। Google News!

তোমার কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো

তোমার কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো । JSC, SSC, HSC

কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে প্রতিবেদন

আলোচ্য বিষয়:

👉🏻তোমার কলেজের বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

👉🏻তোমাদের কলেজে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে একটি প্রতিবেদন রচনা করো ।

০৪/০১/২০২৩
বরাবর
অধ্যক্ষ
শিবপুর ডিগ্রি কলেজ,
শিবপুর।

বিষয় : কলেজে বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কিত প্রতিবেদন ।

জনাব ,

আপনার নির্দেশ মোতাবেক অত্র কলেজে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ সংক্রান্ত প্রতিবেদন নিম্নে পত্রস্থ করা হলো :

১. বাংলা নববর্ষ আবহমান বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক । এ ঐতিহ্যকে লালন করেই বাঙালি সংস্কৃতি তার আপন পথে অগ্রসর হয় ।

২. অন্যান্য বছরের তুলনায় এবার বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে অধিকতর বিস্তারিত কর্মসূচি গৃহীত হয় । অনুষ্ঠানে ছাত্র - ছাত্রীসহ সাধারণ নাগরিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য ।

৩ . অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশাত্মবোধক গানের আসর , নাটিকা , রেলি ও আলোচনাসভা ।

৪. সকাল ৯ টায় নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় । সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে দেশাত্মবোধক গানের আসর শুরু হয় । কলেজের ছাত্র - ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয় । বেলা সাড়ে ১১ টায় একাঙ্কিকা মঞ্চায়িত হয় । কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল বারী সাহেব রচিত ‘ নববর্ষ ’ একাঙ্কিকাটি ছিল আকর্ষণীয় । বিকেল চারটায় ‘ বাঙালি ও বাংলা নববর্ষ ' শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন ।

৫ . বর্ষবরণের অনুষ্ঠানমালার বিশেষ লক্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা । ছেলেরা পাজামা - পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে অনুষ্ঠানমালায় যোগ দেয় । মাতৃভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি তাদের যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তার প্রমাণ পাওয়া যায় অনুষ্ঠানমালায় তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ।

৬ . অনুষ্ঠানমালায় কিছু অব্যবস্থাপনা লক্ষ করা গেছে । যেমন- পাশ্চাত্য সংস্কৃতির বেশভূষা । বিশেষ করে অনেক শিক্ষকের পোশাক আশাক বাঙালি সংস্কৃতি ও বাংলা নববর্ষের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না । শিক্ষকমণ্ডলী ভবিষ্যতে এ ব্যাপারে সচেতন হলে ভালো হয় ।

৭. ভবিষ্যতে অনুষ্ঠানমালাকে আরও সাফল্যমন্ডিত করে তোলার জন্য যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে । নববর্ষ উপলক্ষ্যে কলেজ মাঠে একটি বৈশাখী মেলার আয়োজন করা যেতে পারে ।

নিবেদক
মুহাম্মদ মফিজুর রহমান
প্রভাষক , হিসাববিজ্ঞান

ভিডিও দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
ওহফ্!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
বিজ্ঞাপন ব্লক সনাক্ত করা হয়েছে!
আমরা সনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷
বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহার করা হয়, আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইনে আমাদের ওয়েবসাইটকে সাদা তালিকাভুক্ত করার অনুরোধ করছি।