জাতি গঠনে নারীসমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করে ।
মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি , শ্রদ্ধেয় বক্তাবৃন্দ , শ্ৰোতৃমণ্ডলী , সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি ।
‘ জাতি গঠনে নারীসমাজের ভূমিকা বিষয়ে কিছু বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি । কারণ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে নারীর অবদান নতুন করে মূল্যায়নের প্রয়ােজনীয়তা রয়েছে । কারণ আমাদের দেশে নারীর অবদানকে কখনােই যথাযথভাবে মূল্যায়ন করা হয় নি ।
সুধী,
জাতি গঠনে নারীসমাজের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ । আদিতে নারী ও পুরুষ মিলেই সভ্যতার চাকা ঘােরানাে শুরু করেছিল । যতই দিন গড়িয়েছে শ্রমবিভাগের ধারণাটি প্রাধান্য পেয়েছে এবং নারী ও পুরুষের কর্মপরিধি পৃথক হয়েছে । পুরুষ বহির্জগতের কাজ হাতে নিয়েছে , আর গৃহকর্ম এবং পরিবার ব্যবস্থাপনার ভার পড়েছে নারীর উপর । স্বঘোষিত অর্থনীতির যুগে কৃষি ও কুটির শিল্পের মুখ্য নিয়ন্ত্রক ছিল নারী । শিল্পবিপ্লবের সময় উৎপাদনশীল কর্মকাণ্ড ও অর্থনীতির নিয়ন্ত্রণ চলে যায় পুরুষের হাতে । বিশ শতকে নারী আবার মূল কর্মস্রোতে চলে আসে । অফিস - আদালত , কল - কারখানা সর্বত্র নারীর পদচারণা শুরু হয় । কিন্তু নারী তার গৃহকর্ম ও পরিবার ব্যবস্থাপনার দায়িত্বও পরিত্যাগ করে নি । ফলে জাতি গঠনে নারীর ভূমিকা দ্বিমাত্রিকতা লাভ করে । আজও নারী ঘরে - বাইরে সর্বত্র তার পদসঞ্জারে জাতিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে ।
শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী ,
বাঙালি সমাজ কৃষিভিত্তিক । কৃষির মূল শক্তি নারীর শ্রম । আজকের দিনে তৈরি পােশাক , চামড়া , বয়ন প্রভৃতি শিল্পের মূল শক্তি নারীশ্রমিক । শিক্ষা , স্বাস্থ্য , টেলি কমিউনিকেশন , তথ্য প্রযুক্তি , ফ্যাশন , ডিজাইনিং প্রভৃতি ক্ষেত্রে নারীর মেধা , শ্রম ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । বর্তমান ব্যবসায় - বাণিজ্যের সাথে নারীরা যুক্ত হচ্ছে । কাজেই নারীর ভূমিকা ও অবদান সম্পর্কে আমাদের প্রচলিত ধারণার পরিবর্তন করতে হবে । জাতি গঠনে নারীর অবদান পুরুষের চেয়ে কম নয় , বরং বেশিই । এ কথাটি আমরা অবশ্য অস্বীকার করতে মােটেই প্রস্তুত নই । পুরুষশাসিত সমাজ নারীর অবদান স্বীকার করতে কুণ্ঠিত বলেই নারী তার যথার্থ সম্মানটুকু পায় নি ।
আমি নারীদেরও দোষারােপ দেই এ কারণে যে , তারা তাদের প্রাপ্য স্বীকৃতির ব্যাপারে কখনােই সচেতন ছিল না । তারা নিজেদের সীতার মতাে সর্বংসহা এবং সর্বদায়িনীরূপে দেখতেই যেন ভালােবাসে । এ সমাজিকতারও পরিবর্তন করতে হবে ।
শ্ৰেতৃবৰ্গ ,
জাতি গঠনে নারীর অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ মা হিসেবে । একজন মা জাতির জন্য ভবিষ্যতের সুনাগরিক তৈরি করে । তার দেওয়া শিক্ষা , মূল্যবোধ , সমাজিকীকরণের দীক্ষা , আদর্শিক চেতনা প্রতিটি মানুষের জীবনপাথেয় । নারীর ভালােবাসা , প্রেরণা , আশ্বাস , সেবা প্রভৃতি ছাড়া জীবন তার স্বাভাবিক বিকাশের পথ খুঁজে পায় না । দিনরাত সর্বক্ষণ নারী খাটে ও মানুষ তৈরি করে । তাই জাতি গঠনে নারীর অবদানকে জীকার করা মানে সত্যকে এড়িয়ে চলা । আসুন আমরা সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করি ।
খােদা হাফেজ ।
ভালো কিছু ভালো ফলাফল প্রাপ্তির সহায়ক তাই গুণ ও মানের প্রশ্নে আমরা সর্বদা সচেতন
শ্রদ্ধেয় সভাপতি , প্রধান অতিথি , বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী আপনাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি ।
সভ্যতার শুরুতে সমাজে নারী ছিল অবহেলিত , আজ সে জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা । আমাদের আজকের সেমিনারের আলােচনার বিষয় হচ্ছে— ‘ জাতি গঠনে নারীসমাজের ভূমিকা ' । সৃষ্টির শুরু থেকেই নারী - পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলছে অবিরত । বর্তমানে নারীর সে প্রচেষ্টা আরাে বেগবান হচ্ছে ।
সভ্যতার অগ্রগতি জাতি গঠনে অর্ধেক কৃতিত্ব নারীদের । কারণ পৃথিবীর সূচনা থেকেই সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সমান অংশগ্রহণ । একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সে জাতির শিক্ষার ওপর । আর একটি শিক্ষিত জাতি তৈরির সূতিকাগার যে নারী , তা সহজেই বুঝেছিলেন নেপােলিয়ন বােনাপার্ট । তাই তিনি বলেছিলেন - " Let France have good mothers , and she will have good sons . '
সম্মানিত সুধী ,
একজন নারী সন্তান জন্ম দিয়ে তাকে প্রয়ােজনীয় শিক্ষা দিয়ে মহান করে গড়ে তােলেন । একজন নারীই পারেন একটি সুশিক্ষিত , জ্ঞানী জাতি উপহার দিতে । শুধু তা - ই নয় , যুগে যুগে পুরুষের সহধর্মিণী হিসেবে পুরুষকে প্রেরণা ও শক্তি দিয়ে এসেছে নারী । পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে নারী ।
পৃথিবীতে প্রথম কৃষির সূচনা করে নারী । এছাড়া বর্তমানে রাষ্ট্র ও জাতি গঠনে নারীর শক্তিশালী অবস্থান লক্ষ করা যাচ্ছে । বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা ভালাে ফল করছে । বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে নারীরা । অনেক দুঃসাহসিক পেশা যেমন : পুলিশ , সেনাবাহিনী , সাংবাদিকতায়ও নারীর দৃপ্ত পদচারণ লক্ষ করা যাচ্ছে । গত ২০ বছরের অধিক কাল আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন নারী । আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিরােধীদলীয় নেত্রী দুজনই নারী ।
যদিও সকল ক্ষেত্রে নারীর জাগরণ ঘটছে , তার পরও নারীর ক্ষমতায়ন , যথার্থ মূল্যায়ন আজও ঠিকমতাে হয়নি । কিন্তু জাতি গঠনে যেহেতু নারীর অবদান অস্বীকার করার উপায় নেই , তাই নারীদের অবশ্যই তার যােগ্য সম্মান দিতে হবে ।
সবাইকে ধন্যবাদ ।