কলেজের নবীনবরণ অনুষ্ঠান
এছাড়াও আরো যে বিষয় সম্পর্কে লিখতে পারবে:
উপরোক্ত বিষয় সংক্রান্ত ২টি ভাষণ নিম্নে দেওয়া হলো-
ভাষণ নম্বার →১
মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি , আমার শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী , নবাগত শিক্ষার্থীবৃন্দ , আমার সহপাঠী ও সিনিয়র ছাত্রছাত্রী ভাই - বােনেরা ,
আস্সালামু আলাইকুম ।
আমি আমার বক্তব্যের শুরুতেই অত্র কলেজে নবাগত ভাইবােনদের জানাই ফুলেল শুভেচ্ছা । আমরা তােমাদের অন্তরের উষ্ণ আবেগে , ভালােবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম । তােমাদের এ আগমন শুভ হােক । এ শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তােমরা জীবন বিকাশে সক্ষম হও— এটাই আজ আমার একান্ত কামনা ।
প্রিয় ভাই ও বােনেরা ,
তােমরা স্কুলের সীমানা পেরিয়ে আজ কলেজ নামক বৃহত্তর শিক্ষায়তনে এসেছ । স্কুলের সংকীর্ণ পরিসর , ধরাবাধা নিয়মবিধির বাইরে অত্র কলেজের পরিসর অতি উদার , এখানকার সামগ্রিক পরিবেশও অনেক বেশি মুক্ত । মতামত প্রকাশ , সিদ্ধান্ত গ্রহণ ইত্যাকার বিষয়ে তোমরা ভােগ করবে অনেক বেশি স্বাধীনতা । তােমরা এখানে পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হবে । প্রসঙ্গক্রমে তোমাদের একটি উপদেশ না দিয়ে পারি না । আমরা জানি , স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা অধিকতর কষ্টকর । তােমাদের ক্ষেত্রে কথাটি আরও বেশি গুরুত্বপূর্ণ । আমি ও আমরা এই স্বাধীনতা ও উদারতার যে সুযােগ পাচ্ছি তা আমাদের অধিকতর দায়িত্বশীলতার কথাই মনে করিয়ে দেবে । তােমরা বৃহত্তর জীবনের এই আহবানে নিজেদের আগামীর জাতীয় কাণ্ডারী - রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবে , এটাই আমাদের প্রত্যাশা ।
স্নেহের ছােট ভাই - বােনেরা ,
আমরা জানি , আমাদের অত্র কলেজের রয়েছে দেশজোড়া সুনাম ও দীর্ঘ ঐতিহ্য । নকল ও সন্ত্রাসমুক্ত কলেজ হিসেবে এর নাম আমরা সগৌরবে উচ্চারণ করি । তাছাড়া একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবেও এর সুনাম রয়েছে । এই ঐতিহ্য ও সুনাম একদিনে , এমনিতেই অর্জিত হয় নি । শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রয়াস ও শিক্ষার্থীদের সহযােগিতায় এ কলেজ একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছে । একে ধরে রাখার এবং উত্তরােত্তর বৃদ্ধি করার দায়িত্ব তােমাদের । লেখাপড়ায় , আচার - আচরণে , আদব - কায়দায় তােমরা তােমাদের স্বাতন্ত্র্য প্রমাণ করবে । আমরা তােমাদের পূর্বসূরি হিসেবে এই দাবি করা অসঙ্গত নয় বলেই মনে করি । তােমাদের পথপরিক্রমায় দিকনির্দেশনা প্রদান করার ক্ষেত্রে আমাদেরও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব । আমরা এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ । আমাদের পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণে তােমরা কোনাে দ্বিধা করবে না । এসাে , তােমাদের সাথে মিলে শ্রদ্ধা ও স্নেহ , ভালােবাসা ও শাসনের সম্মিলনে এ পবিত্র শিক্ষাঙ্গণকে আরও গৌরবদীপ্ত করে তলি । আমরা যেমন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীকে মান্য করি , অনুসরণ ও আদর্শরূপে গ্রহণ করি তােমরাও তেমনি তাঁদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে- এটাই আমাদের প্রত্যাশা ।
পরিশেষে তােমাদের সুস্থ দেহমন ও কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন কামনা করি । তােমাদের কলরবে এ শিক্ষা প্রতিষ্ঠান নবপ্রাণের জোয়ারে ভেসে যাক । আবারও নবাগত ভাইবােনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ।
খােদা হাফেজ ।
ভালো কিছু ভালো ফলাফল প্রাপ্তির সহায়ক তাই গুণ ও মানের প্রশ্নে আমরা সর্বদা সচেতন
ভাষণ নম্বার →২
মাননীয় অধ্যক্ষ মহােদয় , শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী , বন্ধুপ্রতিম নবাগত শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন ।
ঐতিহ্যবাহী এই কলেজে আজ যারা নবাগত শিক্ষার্থী হিসেবে পদার্পণ করেছ তাদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই এ অনুষ্ঠানের আয়ােজন । দ্বাদশ শ্রেণির একজন ছাত্র হিসেবে তাদের স্বাগত জানাতে কিছু বলার সুযােগ পেয়ে বেশ আনন্দ অনুভব করছি ।
স্নেহের ছােট ভাই - বােনেরা ,
বক্তব্যের শুরুতেই আমি নবাগত বন্ধুদের জ্ঞাতার্থে জানাতে চাই , আমাদের এই কলেজটি সুদীর্ঘকাল ধরে গৌরবােজ্জ্বল ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তারের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিগণিত । এ জ্ঞানরাজ্য থেকেই আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি । আজ তােমরাও সেই জ্ঞানের আস্বাদ গ্রহণে আমাদের সঙ্গে সহযাত্রী হয়েছ । এসাে আমরা হাতে হাত রেখে এ কলেজের গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখতে একনিষ্ঠ হই ।
নবাগত ভাই - বােনেরা ,
আধুনিক এসময়ে আমরা বসবাস করছি । একবিংশ শতাব্দীর এ চ্যালেঞ্জ আমাদের মােকাবিলা করতে হবে । কঠোর সাধনা আর জ্ঞানচর্চার মাধ্যমে সে যােগ্যতা আমাদের অর্জন করতে হবে । সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সম্ভাবনাময় এক আগামীর পথে । নবীন বন্ধুরা , আমাদের বিভিন্ন পরীক্ষায় কলেজের ফলাফল বরাবরই বেশ ভালাে । প্রতিবছরই একাধিক ছাত্রছাত্রী মেধাতালিকায় স্থান লাভ করে । এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের । এ কলেজের প্রাকৃতিক পরিবেশ , শিক্ষকদের স্নেহপূর্ণ শিক্ষাদান সারা দেশে সুখ্যাতি ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে । আশা করি , তােমরা এ দিকগুলাের প্রতি বিশেষ নজর দেবে এবং সেভাবে নিজেদের গড়ে তােলার চেষ্টা করবে । এ কলেজের একনিষ্ঠ শিক্ষকরা ছাত্রছাত্রীদের জীবন গড়ার ব্রতে নিজেদের যেভাবে নিবেদন করেন , তা বিরল এক দৃষ্টান্ত ।
শিক্ষানুরাগী নবাগতরা ,
তােমরা ইতােমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছ যে শুধু লেখাপড়াই নয় , খেলাধুলা , সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য বিষয়েও আমাদের কলেজের অনেক সুনাম রয়েছে । তাই এ কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হিসেবে আশা করছি , কলেজের যাবতীয় সুনামের সাথে তােমরাও নিজেদের সম্পৃক্ত করবে । এ শিক্ষাপ্রতিষ্ঠানে তােমাদের শিক্ষাজীবন সুন্দর , নিষ্কণ্টক ও অনুপম হােক । নিজেদের আলােকিত মানুষ হিসেবে গড়ে তুলবে এ কামনা করছি । তােমাদের যাত্রা শুভ হােক । তােমাদের সকলকে এবং মঞ্চে ও দর্শক সারিতে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ।
ধন্যবাদ সবাইকে।