Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

সমার্থক শব্দ (বাংলা ব্যাকরণ)|abcidealschool

সমার্থক শব্দটির অর্থ হলাে সমার্থসূচক , একাৰ্থবােধক , এক বা অনুরূপ অর্থবিশিষ্ট । অর্থাৎ একই অর্থ প্রকাশক ভিন্ন শব্দকে সমার্থক শব্দ বলা হয়
সমার্থক শব্দ (বাংলা ব্যাকরণ)|abcidealschool

সমার্থক শব্দ (Synonyms)


সমার্থক শব্দটির অর্থ হলাে সমার্থসূচক , একাৰ্থবােধক , এক বা অনুরূপ অর্থবিশিষ্ট । অর্থাৎ একই অর্থ প্রকাশক ভিন্ন শব্দকে সমার্থক শব্দ বলা হয় । সমার্থক শব্দসমূহের একটিকে অন্যটির প্রতিশব্দ হিসেবে চিহ্নিত করা যায় ।

সমার্থক শব্দ বা প্রতিশব্দের সম্যক জ্ঞান থাকলে রচনাকে একঘেয়েমির হাত থেকে বাঁচিয়ে সুন্দর , সমৃদ্ধ ও প্রাঞ্জলরূপে গড়ে তােলা যায় । আলাপ - আলােচনা , বক্তৃতা - প্রদান ও কবিতায় ছন্দ মেলানাের ক্ষেত্রে প্রতিশব্দের জ্ঞান বিশেষ কাজে লাগে । ভাষিক সৌন্দর্যের জন্যে অনেক সময় শব্দ ব্যবহারের পুনরাবৃত্তি পরিহার করতে হয় । এক্ষেত্রে প্রতিশব্দ জানা থালে তা ভাষাকে ধ্বনি - সৌকর্যময় ও বৈচিত্র্যময় করে তােলে । এককথায় প্রতিশব্দের জ্ঞান মনের ভাব ও অভিপ্রায়কে সার্থকরূপে প্রকাশ করতে সাহায্য করে । কাজেই রচনার সৌন্দর্য ও ' উৎকর্ষ বৃদ্ধির জন্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ আয়ত্ত করার প্রয়ােজনীয়তা অনঙ্গীকার্য । এখানে কিছু সমার্থক শব্দ দেওয়া হলাে—

অলস : কুঁড়ে , অকর্মণ্য , শ্রমবিমুখ , আলসে , ঢিলে , অকেজো , অকর্মা , নিষ্কর্মা , নিষ্ক্রিয় ।

অপূর্ব : আশ্চর্য , অত্যাশ্চয় , অভূতপূর্ব , অলৌকিক , তাজ্জব , চমকপদ , অভিনব , বিস্ময়কর ।

অজ্ঞ: নির্বোধ , অসাক্ষর , অপণ্ডিত , মূঢ় , অশিক্ষিত , জ্ঞানহীন , নিরক্ষর , মুর্খ ।

অতুলনীয় : অতুল , তুলনারহিত , অপ্রতিম , অনন্যসাধারণ , শ্রেষ্ঠ , অনুপম , নিরুপম , অদ্বিতীয় ।

অঙ্গীকার : সংকল্প , পণ , শপথ , প্রতিশ্রুতি , বাগদান , প্রতিজ্ঞা , জবান ।

অক্ষয় : চিরন্তন , অনিঃশেষ , অন্তহীন , অবিনশ্বর , শাশ্বত , নিত্য , অনির্বাণ ।

অঙ্গ : দেহ , শরীর , অবয়ব , গা , গাত্র , তনু , কায়াা , গতর , কলেবর ।

অতিথি : মেহমান , কুটুম , কুটুম্ব , অভ্যাগত , নিমন্ত্রিত , আমন্ত্রিত , গৃহাণত ।

অন্ধকার : আঁধার , তিমির , তমিস্র , তমসা , আন্ধার , আঁধিয়ার , অমা ।

আদেশ : নির্দেশ , বিধান , আজ্ঞা , ফরমাশ , হুকুম , অনুশাসন , অনুজ্ঞা ।

আঁধার : তমস , তমসা , তিমির , অন্ধকার , নিরালােক , শর্বর , নিষ্প্রদীপ ।

আলাে : আলােক রশ্মি , কিরণ , অংশু , প্রভা , জ্যোতি , ভাতি , দূতি , উল্লাস ।

আবেদন : প্রার্থনা , নিবেদন , অনুরােধ , আরজি , দরখাস্ত , যাচনা , চাওয়া ।

আমন্ত্রণ : নিমন্ত্রণ , আহতি , ডাক , নেমন্তন্ন , দাওয়াত, আবাহন, আহ্বান ।

আগুন : অগ্নি , অনল , সর্বশুচি , পাবক , বহ্নি , হতাশন , দহন , হােমাগ্নি , কৃশানু , সর্বভুক ।

আকাশ : আসমান , অম্বর , গগন , অভ্র , ব্যোম , নভঃ , নভােমণ্ডল , অন্তরীক্ষ , শূন্য , নীলিমা ।

আনন্দ : হর্ষ , পুলক , আহ্লাদ , সুখ , প্রসন্নতা , স্ফূর্তি , ফুর্তি , উল্লাস , তৃপ্তি , আমোদ , প্রমােদ , প্রফুল্লতা ।

ইচ্ছা : আকাঙ্ক্ষা , অভিপ্রায় , বাসনা , অভিলাষ , সাধ , অভিরুচি , স্পৃহা , কামনা , আগ্রহ , মনােরথ ।

ঈশ্বর : বিধাতা , বিভু , বিধি , জগদীশ , জগদীশ্বর , জগৎপতি , জগন্নাথ , ভগবান , পরমেশ্বর , বিশ্বপতি , পরমাত্মা , সৃষ্টিকর্তা , স্রষ্টা , প্রভু ।

উগ্র : কর্কশ , নিষ্ঠুর , প্রচণ্ড , তীক্ষ , তীব্র , প্রখর , ভয়ানক , ক্রুদ্ধ ।

উজ্জ্বল : দীপ্তিমান , আলােকিত , উদ্ভাসিত , শােভমান , ঝলমলে, প্রজ্বলিত , দীপ্ত , প্রদীপ্ত ।

কথা : উক্তি , বচন , বাক , বাক্য , বাণী , কথন , বুলি , ভাষণ ।

কন্যা : মেয়ে , দুহিতা , নন্দিনী , আত্মজা , তনয়া , ঝি , ঝিয়ারি , দুলালী ।

কুল : কিনার , কিনারা , তট , তীর , বেলাভূমি , সৈকত , ধার , পাড় ।

কোকিল : কাকপুষ্ট , অন্যপুষ্ট , পরপুষ্ট , কলকষ্ঠ , পরভৃত , বসন্তদূত , পিক , মধুস্বর ।

কবুতর : পায়রা , পারাবত , কপােত , রবতক , সােটন ।

কুল : বংশ , গােত্র , গােষ্ঠী , কৌলীন্য , বংশমর্যাদা , আভিজাত্য , জাতি , বর্ণ , সদবংশ ।

খবর : বার্তা , সংবাদ , তত্ত্ব , সন্ধান , সমাচার , সন্দেশ , তত্ত্বাবধান ।

গৃহ : ঘর , ধাম , আবাস , আলয় , নিকেতন , ভবন , সদন , বাড়ি , নিবাস , কক্ষ , বাসস্থান ।

ঘােড়া : অশ্ব , ঘােটক , তুরগ , তুরাগ , তুরঙ্গ , বাজী ।

চন্দ্র : চাঁদ , শশী , শশধর , সুধাকর , নিশাকর , সােম , শশাঙ্ক , হিমাংশু , সুধাংশু , ইন্দু , চন্দ্রমা , নিশাপতি , নিশাকান্ত , নিশানাথ , বিধু , মৃগাঙ্ক , শীতাংশু ।

চক্ষু : চোখ , আঁখি , অক্ষি , নয়ন , নেত্র , লােচন , দর্শনেন্দ্রিয় ।

জননী : মাতা , আম্মা , মা , প্রসূতি , গর্ভধারিণী , জন্মদাত্রী , অম্বা , জনয়িত্রী , জনিকা , জনিত্রী ।

ঢেউ : তরজা , উমি , কল্লোল , উল্লোল , হিল্লোল , লহর , লহরী , মহাের্মি , বীচি ।

দিন : দিবা , দিস , দিনমান , অহ্ন , আহ , অহন , বার , রােজ ।

নদী : স্রোতম্বিনী , তটিনী , তরঙ্গিনী , প্ৰবাহিণী , শৈবলিনী , কল্লোলিনী , গাঙ , সরিৎ , স্রোতস্বতী , নিঝরিণী ।

নারী : রমণী , মহিলা , অঙ্গনা , বনিতা , কামিনী , ভামিনী , ললনা , কান্তা , শ্রীলােক , বামা ।

পানি : জল , বারি , সলিল , অম্বু , অপ , নীর , উদক , পয়ঃ , পানীয় , জীবন , অম্ভঃ , তােয় , অর্ণঃ ।

পৃথিবী : ধরা , ধরণী , ধরিত্রী , মহী , মেদিনী , ভূমি , অবনী , বসুন্ধরা , বসুমতী , পৃথ্বী , দুনিয়া , বসুধা , ভূ , ভূমণ্ডল , জগৎ , মর্ত্য , ব্রহ্মাণ্ড , বিশ্ব , ভূবন , ভূলােক ।

পদ্ম: কমল , পঙ্কজ , সরােজ , নলিন , উৎপল , শতদল , কুবলয় , অরবিন্দ , সরসিজ , ইন্দীবর , কুমুদ , পুস্কর , রাজীব ।

পর্বত : পাহাড় , অচল , শিরি , ভূধর , শৈল , অদ্রি , নগ , শৃঙ্গী , শিখরী , মহীধর , শৃঙ্গাধর , ভূূূূভৃৎ , মহীধ্র ।

পাখি : পক্ষী , বিহগ , বিহঙ্গম , শকুন্ত , দ্বিজ , অণ্ডজ , পতত্রী , খচর , খেচর , খগ ।

পুত্র : ছেলে , তনয় , নন্দন , সুত , দুলাল , আত্মজ , অঙ্গজ ।

পাথর : পাষাণ , পস্তর , শিলা , কাকর , কঙ্কর , উপল , দৃষৎ ।

বায়ু: বাতাস , বাত , অনিল , পবন , হাওয়া , সমীরণ , সমীর , মরুৎ , প্রভঞ্জন ।

বৃক্ষ : পাদপ , গাছ , তরু , বিটপী , দ্রুম , মহীরুহ , শাখী , শিখরী , পর্ণী ।

বিদ্যুৎ : বিজলি , তড়িৎ , ক্ষণপ্রভা , সৌদামিনী , চপলা , চলা , কামিনী , শম্পা ।

বন : অরণ্য , জঞ্জল , কানন , বিপিন , কুঞ্জ , কান্তার , অটবি , উপবন , বনানী , গহন ।

বন্ধু : মিত্র , বান্ধব , সখা , সুহৃৎ , হিতৈষী , স্বজন , প্রিয়জন , প্রণয়ী ।

ভয় : শঙ্কা, ভীতি , ডর , আতঙ্ক , শিহরন ।

ভাগ্য : অদৃষ্ট , বিধি , দৈব , ললাট , কপাল , নসিব , তকদির , কিসমত , নিয়তি ।

মন : চিত্ত , হৃদয় , অন্তর , হিয়া , দিল , পরান , অন্তঃকরণ , মানসলােক , মনােজগৎ ।

মৃত্যু : মরণ , প্রাণত্যগ , জীবনাবসান , দেহত্যাণ , পরলোকগমন , দেহাবসান , মহাপ্রয়াণ , ইনতেকাল ।

ময়ূর : কেকী , শিথী , শিখণ্ডী , কালাপী , বর্হী।

মেঘ : ঘন , বারিদ , জলদ , জলধর , জীমূত , অম্বুুদ , পয়ােধর , নীরদ , পয়ােদ ।

যুদ্ধ : সমর , রণ , সংগ্রাম , বিগ্রহ , লড়াই , সংঘর্ষ , সংঘাত , দ্বন্দ্ব ।

রাত্রি : নিশি , নিশা , রাত , রজনী , যামিনী , শর্বরী , বিভাবরী , নিশীথিনী , ঋণদা ।

রাজা : রাজ্যপাল , নরপাল , দত্তপাল , দণ্ডপালক , নৃপতি , নৱেশ , ভূপ , ভূপতি , নরপতি , পাল , মহীপাল , দত্তধর , নরেন্দ্র , ক্ষিতিল , শাসক , নৃপ , সম্রাট , মহীনাথ , মহীপ , মহীপতি , মহীশ ।

শত্রু : বৈরী , অরি , রিপু , দুশমন , বিরােধী , প্রতিপক্ষ , বিপক্ষ ।

সোনা : স্বর্ণ , সুবর্ণ , কাঞ্চন , কনক , হেম , হিরণ , হিরণ্য ।

সমুদ্র: সাগর , সিন্ধু , বারিধি , জলধি , অর্ণব , পারাবার , রত্নাকর , জলনিধি , নীলাম্ববু , অম্বুধি , পয়ােধি , পাথার , বারীশ , জলধর , বারিনিধি , বারীন্দ্র ।

সূর্য : দিবাকর , প্রভাকর , ভাস্কর , রবি , তপন , সবিতা , দিনমণি , দিননাথ , কিরণমালী , অংশুমালী , ভানু , আদিত্য , মার্তণ্ড , অরুণ , অর্ক, বিভাবসু , সূর , দিনপতি , বিভাকর , বালার্ক , দিবাবসু , দিনকর।

স্বর্গ : সুরলোক , দেবলােক , দ্যুলােক , ত্রিদিব , দেবাবাস , বেহেশত , অমরাবতী , সুরপুরী , ইন্দ্রালয় , দেবভূমি , দিব্যলােক , দেবপুরী , জান্নাত ।

সিংহ : কেশরী , মৃগরাজ , মৃগেন্দ্র , পশুরাজ , হরি , হর্যক্ষ।

সাহসী : নির্ভীক , নিঃশতক , ভয়শূন্য , ভয়হীন , শঙ্কাহীন , নিরাতঙ্ক , অশঙ্কিত ।

সর্প : অহি , উৱগ , ভুজগ , ভুজঙ্গ , ভুজঙ্গম , নাগ , ফণী , ফণাধর , আশীবিষ , বিষধর , সাপ ।

সুন্দর : মনােরম , শােভন , সুদৃশ্য , চারু , রমণীয় , রম্য , শােভাযুক্ত , কান্তিমান , লাবণ্যময় , কান্তিযুক্ত , সুদর্শন , ললিত , সুদর্শ , সুকান্ত , সুচারু , নয়ন রঞ্জন , শােভাময় , সুরম্য ।

স্ত্রী : জায়া , অর্ধাঙ্গলী , সহধর্মিণী , পত্নী , বিবি , বেগম ।

সাদা : শুভ্র , শ্বেত , শুক্ল , ধবল , নির্মল , শুচি , সিত ।

হাতি : হস্তী , মাতঙ্গ , করী , গজ , কুঞ্জর , বারণ , দণ্ডী , দ্বিপ , লগ , দ্বিরদ ।

হস্ত: হাত , কর , বাহু , ভুজ , পাণি ।


আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

© Abc Ideal School. All rights reserved. Developed by Jago Desain